ব্যুরো রিপোর্ট : ২১-এর সমাবেশে আহ্বান জানিয়ে রাজ্যজুড়ে চলছে প্রস্তুতি। দেওয়াল লিখন, সভা, মিছিল চলছে প্রতিদিন। বৃহস্পতিবার মালদহে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হলো প্রস্তুতি বৈঠক। মালদহ কলেজ অডিটোরিয়ামে এই প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। এই প্রস্তুতি বৈঠকে কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মত। শুধু তাই নয় মালদহ কলেজ অডিটোরিয়ামে উপচে পড়ে ভিড়। সমাবেশে যে জনপ্লাবন হবে এ যেন তারই ইঙ্গিত।
আরও পড়ুন-৩১,৫৮০ কোটি টাকার ঋণ-অনিয়ম ফাঁস হল, অভিযোগে বিদ্ধ রিলায়েন্স
এদিনের সভায় ছিলেন মন্ত্রী তাজমূল হোসেন,মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সী, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান চৈতালী ঘোষ সরকার, যুব সভাপতি প্রসেনজিৎ দাস,কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মৌসম নুর, প্রতিভা সিং, বিধায়ক সাবিত্রী মিত্র, চন্দনা সরকার, সমর মুখোপাধ্যায়, মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ প্রমুখ। ২১ জুলাই শহিদ সমাবেশ সফল করতে যুব তৃণমূল কর্মী সমর্থকদের অংশগ্রহণের জন্য আবেদন জানানো হয়।মালদহ জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস জানান, এদিন রেকর্ড সংখ্যক যুব তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা একুশে জুলাই এর প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন। একইরমভাবে উত্তরদিনাজপুরের রায়গঞ্জে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হল দেওয়াল লিখন। উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল সভানেত্রী চৈতালী ঘোষ সাহা সহ অন্যান্য নেতৃত্ব। পাশাপাশি উত্তরবঙ্গ স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে এক গুরত্বপূর্ণ সম্বর্ধনা অনুষ্ঠান ও প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হলো। বৃহস্পতিবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রায়গঞ্জ ডিপো আই এন টি টি ইউ সি কার্যালয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক সংগঠনের সভাপতি রামদেব সাহানী, রায়গঞ্জ টাউন শ্রমিক সংগঠনের সভাপতি তপন দাস, তিলক চৌধুরী প্রমুখ।