উয়াড়িকে সমীহ ডায়মন্ড হারবারের

জয়ের সরণিতে ফিরতে শনিবার উয়াড়ি ম্যাচকে পাখির চোখ করেছে আই লিগে উত্তীর্ণ হওয়া সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব।

Must read

প্রতিবেদন : কলকাতা লিগে (Kolkata League) প্রথম ম্যাচে শ্রীভূমির সঙ্গে ভাল খেলেও ড্র করেছিল ডায়মন্ড হারবার এফসি। জয়ের সরণিতে ফিরতে শনিবার উয়াড়ি ম্যাচকে পাখির চোখ করেছে আই লিগে উত্তীর্ণ হওয়া সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। বিধাননগর পুরসভা কমপ্লেক্সের মাঠে ম্যাচ দুপুর তিনটে থেকে।
আই লিগের লক্ষ্যে এবার কলকাতা লিগে কার্যত যুব দল খেলিয়ে নিজেদের রিজার্ভ বেঞ্চের শক্তি যাচাই করে নিচ্ছে ডায়মন্ড হারবার। কলকাতা লিগে ভাল খেলে তরুণ ফুটবলারদের আই লিগের টিমে জায়গা করে নেওয়াই লক্ষ্য। পাশাপাশি এবার ডুরান্ড কাপেও খেলবে ডায়মন্ড হারবার। সেখানে অবশ্য সেরা দলকে খেলিয়েই আই লিগের জন্য তৈরি হতে চাইছেন হেড কোচ কিবু ভিকুনা।

আরও পড়ুন-আটকাল ইস্টবেঙ্গল, ড্র মহামেডানেরও

স্প্যানিশ কোচ অবশ্য কলকাতা লিগে কোচিং করাচ্ছেন না। তবে তাঁর পরামর্শ, পরিকল্পনা অনুযায়ীই দলকে খেলাচ্ছেন ডায়মন্ড হারবারের কলকাতা লিগের কোচ দীপাঙ্কুর শর্মা। শ্রীভূমির বিরুদ্ধে লিগের প্রথম ম্যাচ ছিল। তাই বেশ কিছু ভুলভ্রান্তি হয়েছিল। ভুল শুধরে শনিবার উয়াড়ির বিরুদ্ধে মরশুমের প্রথম জয় তুলে নিতে মরিয়া ডায়মন্ড হারবার।
আগের ম্যাচে সিনিয়র টিম থেকে বিক্রমজিৎ সিং, সুপ্রতীপ হাজরা, সুপ্রিয় পণ্ডিত, দিলীপ ওরাও খেলেছিলেন। দ্বিতীয় ম্যাচে জবি জাস্টিন, নরহরি শ্রেষ্ঠাদের দলে জায়গা দেওয়া হয় কি না দেখার। তবে ছ’জন ভূমিপুত্র যেহেতু একাদশে রাখতেই হবে, তাই সিনিয়র দলের ভিনরাজ্যের বেশি খেলোয়াড় নামানো সম্ভব নয়। তাছাড়া জবি, নরহরিদের ডুরান্ডের জন্য তৈরি রাখছেন কিবু। তাই আরএফডিএল টিমের তরুণদের উপরই লিগের ম্যাচে ভরসা রাখতে চাইছেন ডায়মন্ড হারবারের স্প্যানিশ হেডস্যর।
ডায়মন্ড হারবারের সচিব প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বললেন, প্রথম ম্যাচে আমরা
যা খেলেছি, তার থেকেও দল আরও ভাল খেলার ক্ষমতা রাখে। আশা করি, কলকাতা
লিগে আরএফডিএলে খেলা তরুণরা নিজেদের প্রমাণ করে আই লিগের টিমে জায়গা করে
নিতে পারবে।

Latest article