সংসদীয় কমিটির বৈঠকে ঝড় তুললেন তৃণমূল সাংসদ

বাংলায় গঙ্গার ভাঙন প্রতিরোধে কেন্দ্রের ব্যর্থতার বিরুদ্ধে সংসদীয় কমিটির বৈঠকে ঝড় তুললেন মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার।

Must read

প্রতিবেদন: বাংলায় গঙ্গার ভাঙন প্রতিরোধে কেন্দ্রের ব্যর্থতার বিরুদ্ধে সংসদীয় কমিটির বৈঠকে ঝড় তুললেন মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার। তাঁর প্রশ্ন, স্থায়ী সমাধানের ব্যবস্থা না করে কোনওরকমে অস্থায়ী বাঁধ দিয়ে কেন দায় সারছে মোদি সরকার। শুক্রবার দিল্লিতে ছিল কেন্দ্রীয় জলসম্পদ দফতরের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক। এখানেই কেন্দ্রের অপদার্থতার বিরুদ্ধে সুর চড়ান তৃণমূল সাংসদ। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অঞ্চল কীভাবে ভাঙনের গ্রাসে চলে যাচ্ছে তা রীতিমতো তথ্য দিয়ে তুলে ধরেন। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, গ্রাম বাংলার মানুষকে কীভাবে মূল্য দিতে হচ্ছে কেন্দ্রের উদাসীনতা এবং ব্যর্থতার। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার ঘোড়ামারা, গঙ্গাসাগর, গোবর্ধনপুর, নামখানা, রায়দিঘি-সহ বেশ কিছু এলাকার গঙ্গার ভাঙনের বাস্তব ছবি সবিস্তারে তুলে ধরেন মথুরাপুরের তৃণমূল সাংসদ। বন্যাপ্রতিরোধেও ব্যর্থতার জন্য কেন্দ্রকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। বাপি হালদার স্পষ্ট জানিয়ে দেন, এভাবে রিংবাঁধ দিয়ে ভাঙন আটকানো অসম্ভব। চাই কংক্রিট বাঁধ। তিনি প্রশ্ন তোলেন, কংক্রিটের বাঁধ দিয়ে ভাঙন সমস্যার স্থায়ী সমাধানে কোনও উদ্যোগ দেখাচ্ছে না কেন কেন্দ্র? বাপি হালদারের প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি বিজেপি সরকার।

আরও পড়ুন-পঞ্চায়েত সিজন ফোর

এদিনের বৈঠকের অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, দেশের মধ্যে বাংলায় নদীর ভাঙন-প্রবণতা যে সবচেয়ে বেশি তা মেনে নিয়েছে কেন্দ্র। মালদা, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনার ভাঙনের চিত্রটাও তাদের কাছে স্পষ্ট। কিন্তু সবকিছু জেনেও ভাঙনরোধে কেন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না মোদি সরকার, রহস্যটা সেখানেই। এদিনের বৈঠকে বাপি হালদার সরাসরি কেন্দ্রের কাছে জানতে চান, ভাঙনপ্রবণ এলাকার বাসিন্দাদের সুরক্ষার জন্য কেন দায়িত্ব পালন করছে না তারা? বিশেষজ্ঞ দলের এ-ব্যাপারে ভূমিকা কী? এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন গঙ্গাভাঙন প্রতিরোধ কমিটির সদস্যরাও।

Latest article