শুক্রবার দিল্লির (Delhi) করোলবাগের জনপ্রিয় এক পোশাকের শো-রুম ‘বিশাল মেগা মার্ট’-এর চার তলা বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকাজুড়েই। জানা গিয়েছে, প্রথম আগুন লাগে ফার্স্ট ফ্লোরে। এরপর খুব দ্রুত সেটা উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ে। এদিন সন্ধ্যা ৬.৪৪ মিনিট নাগাদ আগুন লাগার খবর পেয়ে দ্রুত পৌঁছয় দমকল। পুলিশ, দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে উদ্ধার কাজ চালায়। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝে আগুন নিয়ন্ত্রণে আনতে একাধিক ইঞ্জিন পৌঁছায়। উদ্ধারকাজের সময় এক ব্যক্তির মৃতদেহ লিফটের ভিতর থেকে উদ্ধার হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তিনি ধোঁয়ায় দম আটকে মারা যান। সম্ভবত আগুন লাগার পর ওই ব্যক্তি লিফটে আটকে পড়েন। তারপর ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান।
আরও পড়ুন-কেরলে কমরেডদের কীর্তি কেলেংকারি
শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে দমকলের মোট ১৩টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। আগুন দ্বিতীয় তলা পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও ধোঁয়ায় ভরে যায় উপরের তলাগুলিও। রীতিমত দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়। পুলিশের তরফে খবর, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি তবে প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট মনে করা হচ্ছে। বিশাল মেগা মার্টে কাপড় এবং মুদিখানার জিনিস বিক্রি হয়। দোকানের সব সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে এদিনের ঘটনায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে দমকলকে। প্রায় ১৩ ঘণ্টা পার হয়ে গেলেও আগুন সম্পূর্ণভাবে নেভানো যায়নি। ত্রাণ ও উদ্ধারকারী দল এখনও ঘটনাস্থলে থেকে পকেট ফায়ার আছে কিনা খতিয়ে দেখছে। তদন্তকারী অফিসাররা আগুন লাগার আসল কারণ বের করার চেষ্টা চালাচ্ছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর দিল্লির ঘিঞ্জি এলাকায় ও শপিং মলগুলিতে অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।