আর্মহার্স্ট স্ট্রিটে জোড়া দেহ উদ্ধার! মিলেছে সুইসাইড নোট

Must read

কাকা-ভাইপোর দেহ উদ্ধার কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট (armhurst street) থেকে। প্রাথমিক তদন্তের পুলিশ জানিয়েছে, বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তাঁরা। মৃতদের নাম মৃণাল বসু (৭৫) ও নীলাঞ্জন বসু (৫০)। শুক্রবার আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার পটলডাঙা স্ট্রিটে এই ঘটনা পর এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন- মর্মান্তিক দুর্ঘটনা সম্ভলে, বিয়ে করতে যাওয়ার পথে মৃত্যু বর-সহ ৮ জনের

সুইসাইড নোট দেখে পুলিশ জানিয়েছে, বাজারে লক্ষাধিক টাকা দেনা ছিল তাঁদের। সেই ঋণের চাপেই ২ জনে আত্মঘাতী হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধ কাকা বাড়িতেই থাকতেন। ইদানিং ভাইপোর রোজগার তেমন ছিল না। অল্প অল্প করে ধার নিতে গিয়ে বাজারে পাঁচ লক্ষ টাকারও বেশি ধার হয়ে গিয়েছিল তাঁদের। বাড়িতে পাওনাদাররা প্রায়ই আসতেন। সুইসাইড নোট থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতেই কাকা-ভাইপো দুজনেই বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেন (armhurst street)।

পুলিশ জানিয়েছে, বাড়ি থেকে একটি বিষের শিশি উদ্ধার হয়েছে। পরিবারের আর্থিক অবস্থা, গত কয়েকদিনের কার্যকলাপ, মোবাইল ফোনের তথ্য এবং প্রতিবেশী-আত্মীয়দের জিজ্ঞাসাবাদ- সমস্ত দিক থেকেই তদন্ত চালাচ্ছে পুলিশ।

Latest article