রেলের টিকিট বুকিংয়ে নয়া দুর্নীতি, আধার যাচাই করা ইউজার আইডি বিকোচ্ছে ৩৫০ টাকায়!

Must read

প্রতিবেদন : পয়লা জুলাই থেকে টিকিট বুকিংয়ে নয়া নিয়ম চালু করেছে রেলমন্ত্রক। আইআরসিটিসি’র (IRCTC) ইউজার আইডির সঙ্গে আধার নম্বর যুক্ত না থাকলে তৎকাল টিকিট কাটা যাচ্ছে না। কিন্তু এত কড়াকড়ির মধ্যেও নতুন নিয়ম চালু করার দিনকয়েকের মধ্যেই শুরু হয়ে গেল অভিনব দুর্নীতি। টিকিট বুকিংয়ে বজ্র আঁটুনির মধ্যেও ফাঁক খুঁজে পেয়ে রমরমা কারবার শুরু করেছে অসাধু চক্র। অভিযোগ উঠেছে, আধার নম্বর যাচাই করা আইআরসিটিসি’র (IRCTC) ইউজার আইডি বিকোচ্ছে ৩৫০ টাকায়! বিশেষ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এইধরনের চক্র সক্রিয় হয়ে উঠেছে। নয়া নিয়ম চালুর মাত্র দিনচারেকের মাথায় দুর্নীতির নতুন এবং অভিনব অভিযোগে মাথায় হাত রেলমন্ত্রকের।

আরও পড়ুন- গ্রেফতার নীরব মোদির ভাই নেহাল! ফেরনো হবে ভারতে?

রেলের আধিকারিকদের দাবি, অবিলম্বে ওই অসাধু চক্রকে চিহ্নিত করে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। না হলে যে কারণে এই নয়া নিয়ম চালু করা হয়েছে, সেই কারণই ব্যর্থ হয়ে যাবে! ফের সাধারণ রেলযাত্রীদের টিকিট পেতে ভোগান্তির শেষ থাকবে না। রেল সূত্রে খবর, বিষয়টি খতিয়ে দেখতে আরপিএফ এবং মন্ত্রকের প্রযুক্তিবিদদের নিয়ে একটি বিশেষ দল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করবে। সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কড়া নজরদারির ব্যবস্থাও করা হচ্ছে। আতশকাচের তলায় থাকছে রেল এবং আইআরসিটিসি’র (ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন) নথিভুক্ত এজেন্টদের একাংশও।

Latest article