গেরুয়া-অসমে চিকিৎসকের ‘কীর্তি’, নিছক সংক্রমণে বাদ দেওয়া হল যুবকের গোপনাঙ্গ!

এই হল বিজেপি শাসিত রাজ্যে স্বাস্থ্য পরিষেবার করুণ ছবি। যৌনাঙ্গের জটিল সংক্রমণ থেকে মুক্তি পেতে এক যুবক দ্বারস্থ্ হয়েছিলেন এক চিকিৎসকের

Must read

প্রতিবেদন: এই হল বিজেপি (BJP) শাসিত রাজ্যে স্বাস্থ্য পরিষেবার করুণ ছবি। যৌনাঙ্গের জটিল সংক্রমণ থেকে মুক্তি পেতে এক যুবক দ্বারস্থ্ হয়েছিলেন এক চিকিৎসকের। তাঁকে কিছু না জানিয়েই যুবকের গোপনাঙ্গ কেটে বাদ দিয়ে দিলেন গুণধর চিকিৎসক। অত্যন্ত উদ্বেগজনক এই ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত অসমের কাছাড় জেলায়। একটি নামী বেসরকারি হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধেই সরাসরি অভিযোগ আনা হয়েছে এই ঘটনায়। ওই যুবকের অভিযোগ, চিকিৎসকের দোষে গোটা জীবনটাই নষ্ট হয়ে গেল আমার। শুধু শারীরিক নয়, মানসিক যন্ত্রণাতেও আমি বিপর্যস্ত।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশ, মাস্টার প্ল্যানের জমি অধিগ্রহণে বদল আনতে মন্ত্রীর বৈঠক

ঠিক কী হয়েছিল ঘটনাটা? প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ১৯ জুনের ঘটনা। মণিপুরের জিরিবাম জেলার ২৮ বছরের যুবক আতিকুর রহমান গোপনাঙ্গে সংক্রমণের সমস্যা নিয়ে অসমের ওই বেসরকারি হাসপাতালে যান। চিকিৎসক তাঁকে বায়েপসি করানোর পরামর্শ দেন। রাজি হয়ে যান আতিকুর। অপারেশন টেবিলে তাঁকে যথারীতি অজ্ঞান করা হয়। জ্ঞান ফিরে দেখেন, তাঁর গোপনাঙ্গটাই নেই! কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কেন? সার্জেন নিরুত্তর। স্বাভাবিকভাবেই মানসিক দিক দিয়ে খুবই ভেঙে পড়েছেন আতিকুর। হাসপাতাল কর্তৃপক্ষ এবং ওই চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আতিকুর। সুবিচার চেয়েছেন,
মুখ্যমন্ত্রীর কাছে।

Latest article