প্রতিবেদন: ঝাড়খণ্ডে বেআইনি কয়লাখনিতে ধস। প্রাণ হারালেন অন্তত ৪ শ্রমিক। খনির ভিতরে এখনও বেশ কয়েকজন শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা করছে পুলিশ। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রামগড় জেলার কর্মা এলাকায়। ধসে পড়ে বেআইনি কয়লাখনির ছাদের একাংশ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গ্রামবাসীরা তিনটি মৃতদেহ সরিয়ে নেয়। সকাল থেকেই প্রশাসনিক দল ত্রাণ ও উদ্ধারকাজ চালাচ্ছে।
আরও পড়ুন-নয়া নিয়মের আড়ালে রেলের টিকিটে চলছে অভিনব দুর্নীতি
এসপি অজয় কুমার বলেন, ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেডের একটি পরিত্যক্ত খনিতে। এই ধরনের বেআইনি কার্যকলাপ বন্ধ করার জন্য কোম্পানির নিজস্ব নিরাপত্তা কর্মী রয়েছে। খবর পাওয়ার পর আমরা সিসিএলকে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। পুলিশ জানিয়েছেন, ঘটনার প্রতিবাদে গ্রামবাসীদের একটি অংশ এলাকার সিসিএল কর্ম প্রকল্প অফিসের কাছে বিক্ষোভ করছে। সকাল থেকেই প্রশাসনিক দল ত্রাণ ও উদ্ধার অভিযান চালাচ্ছে। কুজু পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশুতোষ কুমার জানিয়েছেন, খনির মধ্যে আরও বেশ কিছু লোক আটকা পড়ে আছে বলে সন্দেহ করা হচ্ছে। কয়েকজন গ্রামবাসীও এই কয়লাখনিতে কাজের সঙ্গে যুক্ত ছিলেন। গত একদশকে বেশ কয়েকবার এই ধরনের বেআইনি কয়লাখনি ধসের পড়েছে ঝাড়খণ্ডে। অবৈধ খননের ফলে ধসে গিয়েছে রাস্তা, বসতি ও কৃষিজমি। সাধারন মানুষের অভিযোগ, নজরদারির অভাবে পরিত্যক্ত খনিতেই চলে খননের কাজ।