সংবাদদাতা, ডায়মন্ড হারবার : প্রথমে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব, তারপর জনপ্রিয় ড্যান্স গ্রুপে সুযোগ দেওয়ার লোভ দেখিয়ে সপ্তম শ্রেণির এক পড়ুয়াকে বিহারে পাচার করে দেওয়া হয়। অভিযোগ পেয়ে তদন্তে নেমে জেলার অ্যাডিশনাল এসপি মিতুনকুমার দে-র তৎপরতায় পড়ুয়াকে বিহারের জেহানাবাদ থেকে উদ্ধার করল পুলিশ।
আরও পড়ুন-ট্রাম্পের নয়া আইন, আমেরিকার বহু মানুষ হারাবেন স্বাস্থ্যবিমার সুযোগ
পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের পর বুগি উগি ড্যান্স শো-এ সুযোগ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানার বাসিন্দা সপ্তম শ্রেণির এক নাবালিকাকে বিহারে নিয়ে যায় এক যুবক। মেয়ের খোঁজে উস্থি থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুনকুমার দে-র নির্দেশে এসডিপিও ডায়মন্ড হারবারের নেতৃত্বে উস্থি থানার পুলিশ, এসওজি ও টেকনিক্যাল টিম তদন্তে নামে। তদন্তে উঠে আসে নাবালিকাকে বিহারের জেহানাবাদের কাকো এলাকায় পাচার করা হয়েছে। অভিযান চালিয়ে পুলিশ বিহারের নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুনকুমার দে জানান, ওই নাবালিকার নাচের প্রতি আগ্রহ ছিল। সেই আগ্রহকে কাজে লাগিয়ে অভিযুক্ত তাঁকে ডান্স গ্রুপে সুযোগের টোপ দেয় এবং বিহারে পাচার করে দেয়। ঘটনায় কারা জড়িত, কীভাবে তাকে নিয়ে যাওয়া হল, খতিয়ে দেখছে পুলিশ।