‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-বিজেপি নিজেদের নিয়ে ঘামাক
কাঁটা
জীবনটা
অনেকটাই কণ্টকাকীর্ণ
কাঁটায় কাঁটায় কাটা কোটালের
জোয়ার ভাঁটার মতো।
ফুলের উঁকিঝুঁকি জীবনে
সবার ক্ষেত্রে হয় না।
সোনার চামচ সবার ভাগ্যে সয় না
জীবন কষ্টের আয়না।
সুপ্রভাত সু-হয়ে সবার শুরু হয় না
যাদের হয় তারা শ্রী
যাদের হয় না তাদের ভাগ্যভরা
দুঃখের স্রোতের প্লাবন
জন্মেই জোটে না দু-চামচ দুধ
কষ্টেই শুরু জীবন
সারা জীবন দু-মুঠো খাদ্যের জন্য
হাড় ভাঙা পরিশ্রম
তাদের দুঃখের আশ্রয়ে তৈরি হয়
অনেক অনাথ আশ্রম
তবু তারাও তো হয় সৃষ্টিকর্তা
পরিশ্রম তাদের অলঙ্কার
আর কষ্টার্জিত জীবনটা তাদের
অনেক অনেক অহঙ্কার।
জীবনটা কণ্টকাকীর্ণ বলেই অভ্যস্ত
অনেক অনেক পরিবার
নাইবা থাকলো ফুল বা কলি
কাঁটাই হাতিয়ার বাঁচবার।
সবার জীবন চলে সবার মতো
ওদিকে তাকাতে নেই
মানুষ হয়ে বাঁচার অধিকার সবার
মানুষ সবার সেই।।