স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী এক বঙ্গসন্তান। তিনি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (ShyamaPrasad Mukherjee)। ঘনশ্যাম বিড়লার সঙ্গে গান্ধীজির ঘনিষ্ঠতার পাশাপাশি বিড়লাদের সঙ্গে প্যাটেলেরও সুসম্পর্ক ছিল। সেই সময়ে পশ্চিমবঙ্গের আইনসভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে দলনেতা তথা মুখ্যমন্ত্রী করার জন্য বি এম বিড়লা প্যাটেলকে অনুরোধ জানানো হয়। ১৯৩০-এর দশক থেকেই মাড়োয়ারি ব্যবসায়ীদের সঙ্গে হিন্দু মহাসভার যোগাযোগ ক্রমশঃ বাড়তে থাকায়, বিড়লা ও কলকাতার শিল্পমহলের কাছে তাদের নেতা শ্যামাপ্রসাদ বেশ গ্রহণযোগ্য হয়ে উঠেছিলেন।
আরও পড়ুন-রক্তারক্তি বেহালার সখেরবাজার, মৃত যুবক, গ্রেফতার অভিযুক্ত বন্ধু ও তাঁর বাবা
৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় বিনম্র শ্রদ্ধার্ঘ্য জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে রেড রোডে অনুষ্ঠান হয়েছে আজ। ভারতের জাতীয়তাবাদী চেতনা বৃদ্ধির এক জ্বলন্ত শিখা, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ। বাংলার এই ভূমিপুত্র ১৯০১ সালের আজকের দিনে, ৬ই জুলাই কলকাতার এক উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। স্যার আশুতোষ মুখার্জী ও মাতা শ্রীমতী যোগমায়া দেবীর সন্তান ছিলেন তিনি। বলা যায়, ঐকান্তিক জাতীয়তাবাদী চেতনা উত্তরাধিকারসূত্রে লাভ করেছিলেন তিনি।