মধ্যরাতে ছেঁড়া হল ২১ জুলাইয়ের পোস্টার, গড়ফা থানায় অভিযোগ দায়ের

পুরোদমে প্রস্তুতিতে নেমে পড়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। আর তার মাঝেই এই ধরণের অপ্রীতিকর ঘটনা প্রস্তুতিপর্বে ছন্দপতন বটেই।

Must read

প্রকাশ্যে নয়, রাতের অন্ধকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি লাগানো একুশে জুলাইয়ের পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। আনোয়ার শাহ কানেক্টরের উপর একটি বাজারের উল্টো দিকে শীতলা মন্দিরের কাছে মণ্ডল ব্রিজ সংলগ্ন এলাকায় একুশে জুলাইয়ের পোস্টার লাগানো হয়। কিন্তু সকালে দেখা যায় সেখানেই একের পর এক পোস্টার ছিঁড়ে দেওয়া হয়।

আরও পড়ুন-”ল্যাব অ্যাসিস্ট্যান্টের চাকরিটা সিপিএম আমলে কার সুপারিশে পেয়েছিলেন”, যুবনেত্রীকে প্রশ্ন দেবাংশুর

তৃণমূলের তরফে অভিযোগের তীর বিজেপি-সিপিএমের দিকে। এই নিয়ে ইতিমধ্যেই গড়ফা থানায় অভিযোগ দায়ের করলেন এলাকার কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর-সহ তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীরা। সেখানে জমা দেওয়া হয়েছে সিসিটিভি ফুটেজও। ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানিয়েছেন আলো লাগানো বড় পোস্টার লাগানো হয়েছিল। সকালে নজরে আসে মুখ্যমন্ত্রীর ছবি লাগানো সেই ব্যানার কেটে ফেলা হয়েছে। আশপাশের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে দেখা যাচ্ছে সাড়ে ১২টার একটু পরে মধ্যবয়স্ক কয়েকজন ব্যানার ছিঁড়ে দেয়। থানার ওসির কাছে একটা ডেপুটেশন দেওয়া হয়েছে যথোপযুক্ত ব্যবস্থার আশায়। তিনি আরও জানান এর আগে এরকম ঘটনা এই এলাকায় ঘটেনি।

আরও পড়ুন-ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, রাজ্যজুড়েই চলছে ২১শে জুলাইয়ের প্রস্তুতিপর্ব। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে নির্দেশ নিতে সেদিন ধর্মতলার প্রাণকেন্দ্রে জড়ো হবেন বিপুল সংখ্যক তৃণমূল কর্মীরা। বিধানসভা ভোটকে মাথায় রেখে এবার সর্বকালীন রেকর্ড ভিড় হবে বলে মনে করছে তৃণমূলের রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্ব। পুরোদমে প্রস্তুতিতে নেমে পড়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। আর তার মাঝেই এই ধরণের অপ্রীতিকর ঘটনা প্রস্তুতিপর্বে ছন্দপতন বটেই।

Latest article