প্রতিবেদন : আন্তর্জাতিক দাবায় (chess) ফের উজ্জ্বল বাংলা। ফিডে আয়োজিত বিশ্বকাপ দাবা ওয়ার্ল্ড ক্যাডেট চেস কাপে অনূর্ধ্ব-১০ বিভাগে নজরকাড়া সাফল্য এনেছে বাংলার দুই খুদে প্রতিভা সর্বার্থ মণি ও ঐশিক মণ্ডল। দুরন্ত সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই প্রতিভার কীর্তিতে গর্বিত বাংলা।
আরও পড়ুন-ভোটার তালিকা নিয়ে মামলা শীর্ষ আদালতে
সমাজমাধ্যম এক্স-এ মুখ্যমন্ত্রী লিখেছেন, জর্জিয়ার বাতুমিতে দাবায় অসাধারণ আন্তর্জাতিক সাফল্যের জন্য আমাদের বাংলার দুই ছেলে সর্বার্থ মণি ও ঐশিক মণ্ডলকে অভিনন্দন। ফিডে আয়োজিত দাবার বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব ১০ বিভাগে সর্বার্থ মণি স্বর্ণপদক জিতেছে এবং ঐশিক মণ্ডল রুপো ঘরে তুলেছে। দাবার এই দুই খুদে তারকাকে নিয়ে আমরা গর্বিত। বিশ্ব মঞ্চে তোমাদের অসামান্য সাফল্য আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। আগামী দিনে তোমরা আরও সফল হও, এই কামনা করি। সর্বার্থ ও ঐশিককে শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেছেন, জর্জিয়ার বাতুমিতে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় দেশের হয়ে সোনা জিতেছে বাংলার ছেলে সর্বার্থ মণি ও রুপো পেয়েছে বাংলারই ঐশিক মণ্ডল। আন্তর্জাতিক মঞ্চে ভারত তথা বাংলার মুখ উজ্জ্বল করার জন্য তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাতুমিতে ফিডের বয়সভিত্তিক বিশ্বকাপে ভারতের ঝুলিতে মোট সাতটি পদক। তিনটি সোনা ছাড়াও দু’টি রুপো এবং দু’টি ব্রোঞ্জ। অনূর্ধ্ব ১০ বিভাগে ব্রোঞ্জও এসেছে ভারতের ঘরে। জিতেছে কপিল আরিত। এই বিভাগে বাংলার দুই দাবাড়ু ছাড়াও মেয়েদের মধ্যে চিনের প্রতিপক্ষকে হারিয়ে সোনা জেতে ভারতের দিভি বিজেশ।