প্রতিবেদন : উল্টোরথ থেকেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার পর্যন্ত ভারী থেকে অতি-ভারী বৃষ্টি চলবে দক্ষিণের সব জেলায়। উত্তরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। সক্রিয় মৌসুমি অক্ষরেখা। দক্ষিণবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আরও পড়ুন-একুশের প্রস্তুতিসভায় দলে দলে যোগ তৃণমূল কংগ্রেসে
এর ফলেই ভারী বৃষ্টি হচ্ছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, নদীয়া, পূর্ব বর্ধমানে অতি-ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে। উত্তরেও ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। সোমবার মালদা-সহ নিচের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে।