প্রতিবেদন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গলায় গলায় ভাব। তারপর স্বার্থের সংঘাত শুরু হতেই তীব্র বিরোধ। ট্রাম্পের ‘সুন্দর বিল’-এর কড়া সমালোচনার সময়ই মার্কিন ধনকুবের ইলন মাস্ক আভাস দেন যে তিনি আমেরিকায় নতুন রাজনৈতিক দল গড়তে চান। জল্পনা সত্যি করে শেষপর্যন্ত নিজের রাজনৈতিক কেরিয়ার শুরু করলেন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি। ঘোষণা করলেন নিজের রাজনৈতিক দল, ‘আমেরিকা পার্টি’-র (America Party)।
আরও পড়ুন-বিজেপির দিল্লিতে গ্রেফতার বীরভূমের পরিযায়ী শ্রমিক!
শনিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে নতুন দলের ঘোষণা করেন টেসলা কর্তা। তাঁর কথায়, আমেরিকা পার্টি (America Party) তৈরি হল আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে। আমরা একদলীয় যে রাজনৈতিক সিস্টেমে থাকি, তা গণতন্ত্র নয়। আরেকটি পোস্টে নিজের পরবর্তী পরিকল্পনা সম্পর্কেও জানান ইলন মাস্ক। লেখেন, স্পার্টানদের কেউ হারাতে পারে না, এই বিশ্বাস যেমনভাবে ভেঙেছিল আমরাও সেভাবে একদলীয় সিস্টেম ভাঙব। যুদ্ধক্ষেত্রে ঠিক জায়গায় আমাদের নিশানা। গত ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসের দিনই ইলন মাস্ক এক্সে জনগণের মতামত নিতে পোস্ট করেছিলেন। তিনি লেখেন, আপনারা কি দুই দল (কেউ কেউ বলেন এক দল) সিস্টেম থেকে মুক্তি পেতে চান? আমরা কি আমেরিকা পার্টি তৈরি করব? মাস্কের প্রশ্নের জবাবে ৬৫.৪ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ বলেছিলেন, ৩৪.৬ শতাংশ ‘না’ বলেন। স্পেসএক্স সংস্থার মালিকের দাবি, এই সমর্থন পেয়েই তিনি রাজনৈতিক দল গড়ার সিদ্ধান্ত নিলেন। জনগণ দুই দলের (ডেমোক্রাট ও রিপাবলিকান) উপরেই সমান বিরক্ত। অতএব আসরে ‘আমেরিকা পার্টি’।