ট্রেনে পালা করে ‘গণধর্ষণ’, ট্রেন থেকে ছুড়ে ফেলতেই মর্মান্তিক পরিণতি মহিলার

অমানবিকতা ও নৃশংসতার চূড়ান্ত নিদর্শন বিজেপি (BJP)রাজ্যে। হরিয়ানার পানিপথে চলন্ত ট্রেনে গণধর্ষণের শিকার এক মহিলা।

Must read

অমানবিকতা ও নৃশংসতার চূড়ান্ত নিদর্শন বিজেপি (BJP)রাজ্যে। হরিয়ানার পানিপথে চলন্ত ট্রেনে গণধর্ষণের শিকার এক মহিলা। শুধু তাই নয়, প্রমান লোপাটে ধর্ষণের পর অভিযুক্তরা ওই মহিলাকে ট্রেন থেকে বাইরে ছুড়ে ফেলে দেওয়ায় তিনি পাশের ট্র্যাকে গিয়ে পড়েন। দুর্ভাগ্যবশত সেই সময়ই উল্টোদিক থেকে একটি ট্রেন চলে আসে, আর তার ফলে মহিলার একটি পা ট্রেনে কাটা পড়ে। পঁয়ত্রিশ বছরের ওই মহিলা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বয়ানের ভিত্তিতে জিরো এফআইআর দায়ের করা হয়েছে এবং পানিপথ জিআরপি-কে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-রাজনীতির পরিহাস! ভোটাররা বিপদে পড়তেই হাত তুলে নিলেন বিজেপির অভিনেত্রী সাংসদ কঙ্গনা রানাউত

কিছুদিন আগেই সোনিপতের রেললাইন থেকে ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় কারণ তাঁর একটি পা ট্রেনে কাটা পড়ে। তাঁকে উদ্ধার করে সোনিপত সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে পরিস্থিতির গুরুত্ব বুঝে সেখান থেকে তাঁকে রোহতকের পিজিআইএমএসে স্থানান্তরিত করা হয়। আতঙ্ক কাটতেই নির্যাতিতা হাসপাতালের এক মহিলা চিকিৎসকের কাছে গত ৪ জুলাই জানান তিনি ট্রেনে করে যাচ্ছিলেন, পানিপথের কাছে ট্রেনের ভেতরে তিন-চারজন যুবক তাঁকে গণধর্ষণ করে ট্রেন থেকে ছুড়ে ফেলে দেয়। এরপরে পুলিশে এফআইআর দায়ের করা হয়।

আরও পড়ুন-বিহারের ভোটার তালিকা সংক্রান্ত নির্বাচন কমিশনের নির্দেশ নিয়ে মহুয়া মৈত্রর চ্যালেঞ্জকে মান্যতা সুপ্রিম কোর্টের

পুলিশ সূত্রে খবর, গত ২৪ জুন ওই মহিলা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। ২৬ জুন মহিলার স্বামী নিখোঁজ ডায়েরি করেন। ২৫ জুনের রাতে সোনিপত জিআরপি ওই মহিলাকে রেললাইন থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পুলিশ নির্যাতিতার বয়ান রেকর্ড করেছে।

Latest article