সোমবার সকালে ভয়াবহ ঘটনা নদিয়ার (Nadia) কৃষ্ণনগরে। কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত জাহাঙ্গীরপুর এলাকায় কৃষ্ণনগর-নবদ্বীপ রাজ্য সড়কে যাত্রী তোলা নিয়ে দুটি বাসের রেষারেষির জেরে বাস উল্টে আহত প্রায় ৩০ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুটি বাস নবদ্বীপের দিক থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে নিজেদের মধ্যে রেষারেষির করছিল। জাহাঙ্গীরপুর এলাকায় একটি বাস হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এর ফলে বাসে থাকা প্রায় ৩০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন-নামী ব্যবসায়ী ও বিজেপি নেতা গোপাল খেমকা হত্যাকাণ্ডে নয়া মোড়
স্বাভাবিকভাবেই ভোরবেলা এই দুর্ঘটনার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক। তবে ঘটনার পর সক্রিয় ভূমিকা পালন করল পুলিশ। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। সকালে বাসে যাত্রীসংখ্যা বেশি থাকে যদিও প্রাণহানির ঘটনা ঘটেনি এদিন। বাসের সামনের দিকের একটি চাকার অংশ খুলে গিয়েছে। একটি বাম্পারের উপর দিয়ে যাওয়ার সময় চাকার ওই অংশটি খুলে যায় বলে জানা গিয়েছে। সামনের চাকাটি বাম্পারের উপর ওঠার পরে বাসটিকে নিয়ন্ত্রণ করা যায় নি। একটু এগিয়ে রাস্তার উপরে উল্টে যায় বাসটি। যাত্রীরা সকলে বাসের মধ্যে আটকে পড়েন।
আরও পড়ুন-জনবহুল সল্টলেক সিটি সেন্টারের সামনে টায়ারের দোকানে চুরি
ঘটনার পরেই পথচারী এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। এলাকাবাসীরাই বাসের মধ্যে থেকে যাত্রীদের উদ্ধার করতে শুরু করেন। বাসের জানলা দিয়ে বার করে আনা হয় বেশ কয়েকজন যাত্রীদের।