মহারাষ্ট্র উপকূল থেকে ২ নটিকাল মাইল দূরে সন্দেহজনক ‘বোট’, তৎপর পুলিশ প্রশাসন

তবে ঠিক কোন দেশ, সেটা এখনও স্পষ্ট নয়। সতর্কতা হিসেবে ওই এলাকায় পুলিশের একটি বড় বাহিনী মোতায়েন করা হয়েছে।

Must read

সোমবার মহারাষ্ট্রের (Maharashtra) রায়গড়ের রেভডান্ডা উপকূলের কাছে একটি ‘সন্দেহজনক’ নৌকা দেখা যায়। ঘটনার পর থেকেই রায়গড়ে উপকূলীয় এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নৌকাটি অন্য কোনও দেশ থেকে এসেছে। তবে ঠিক কোন দেশ, সেটা এখনও স্পষ্ট নয়। সতর্কতা হিসেবে ওই এলাকায় পুলিশের একটি বড় বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন-কৃষ্ণনগরে রেষারেষিতে উল্টে গেল বাস, আহত বহু

রেভদান্ডার কোরলাই উপকূল থেকে প্রায় দুই নটিক্যাল মাইল দূরে রবিবার রাতে ভারতীয় নৌবাহিনীর রাডারে ধরা পড়ে একটি নৌকা। আপাতত পাকিস্তানি মাছ ধরার বোট মনে করা হচ্ছে। পুলিশ ও উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তারা এলাকার নিরাপত্তা জোরদার করে। নৌকাটির খোঁজে তল্লাশিও শুরু হয়েছে। রাতে ঘটনাস্থলে পৌঁছয় নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা, রায়গড় পুলিশের কুইক রেসপন্স টিম (কিউআরটি), বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড (বিডিডিএস)।

আরও পড়ুন-জনবহুল সল্টলেক সিটি সেন্টারের সামনে টায়ারের দোকানে চুরি

ইতিমধ্যেই রায়গড়ের পুলিশ সুপার আঁচল দালাল এবং অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা উপকূলে পৌঁছেছেন। পুলিশ সুপার একটি বার্জ ব্যবহার করে নৌকায় পৌঁছানোর চেষ্টা করেছিলেন তবে আবহাওয়ার ফলে ফিরে আসতে হয়। ভারী বৃষ্টি এবং হাওয়ার তীব্র গতিবেগের কারণে নৌকাটিতে পৌঁছানো যাচ্ছে না। মনে করা হচ্ছে, নৌকাটিতে কেউ নেই। প্রতিকূল আবহাওয়ার ফলে সেটি কোনও ভাবে ভারতের জলসীমানায় ঢুকে পড়েছে। তবে এই ব্যাপারে সম্পূর্ণভাবে নিশ্চিত হতে চাইছে পুলিশ-প্রশাসন। রায়গড়ের উপকূলবর্তী এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনও ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

Latest article