চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের! ভারী বর্ষার ফলে ওড়িশায় সাত ঘণ্টা দাঁড়িয়ে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)। ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় সাত ঘণ্টা ধরে দাঁড়িয়ে রইল বন্দে ভারত এক্সপ্রেস। রবিবার ওড়িশার কেওনঝড় জেলায় প্রায় সাত ঘণ্টা পর গভীর রাতে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। ওড়িশার একাধিক জেলায় ভারী বৃষ্টির ফলে রবিবার রেল পরিষেবা ব্যাহত হয়। জানা গিয়েছে, গুহালিডিহি স্টেশনের কাছে রেললাইন ডুবে যায়। স্বাভাবিকভাবেই গুহালিডিহি স্টেশনে দাঁড়িয়ে পড়ে বন্দে ভারত এক্সপ্রেস।
আরও পড়ুন-মহারাষ্ট্র উপকূল থেকে ২ নটিকাল মাইল দূরে সন্দেহজনক ‘বোট’, তৎপর পুলিশ প্রশাসন
এদিন সন্ধ্যা ৭টার পর দীর্ঘ সাত ঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। ভিতরে আটকে পড়েন প্রায় কয়েকশো যাত্রী। দেখা যায়, রেললাইনের উপর প্রায় তিন ফুট জল জমে গিয়েছিল তাই নিরাপত্তার স্বার্থেই ট্রেন এগোনো নিরাপদ নয় বুঝে গিয়েছিলেন চালক। কিন্তু কয়েক ঘণ্টা পরেও জল নামার কোনও লক্ষণ নেই দেখে ট্রেনটিকে কেন্দুঝারগড় স্টেশনে টেনে আনার জন্য একটি উদ্ধারকারী ইঞ্জিন পাঠানো হয়। নির্ধারিত সময়ের সাত ঘণ্টারও বেশি সময় নিয়ে গভীর রাতে আবার যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। এখানে প্রশ্ন উঠছে দীর্ঘক্ষণ এভাবে আটকে থাকার ফলে কোনও যাত্রী অসুস্থ হয়ে পড়তে পারতেন বা হতে পারত খাবার সংক্রান্ত সমস্যা। যদিও সৌভাগ্যবশত এদিন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উল্লেখ্য, আবহাওয়া দফতরের তরফে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার উপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার কারণে, ময়ূরভঞ্জ এবং কেওনঝার সহ রাজ্যের বেশ কয়েকটি অংশে লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি, বজ্রপাত ও ঝড়ো হাওয়ার (৩০-৪০ কিমি প্রতি ঘন্টা) পূর্বাভাস রয়েছে।