নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর : ভারতীয় ক্রিকেটের গুরুদায়িত্ব এখন প্রাক্তন তারকাদের কাঁধে। সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট। দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। সদ্য বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে হাল ধরেছেন সোনার ছেলেরাই। কিন্তু এই তালিকায় একটা নামের অভাববোধ করছেন অনেকেই। সেই নাম কিংবদন্তি শচীন তেন্ডুলকর।
আরও পড়ুন-মেয়ের ছবি তুলবেন না
আগামী দিনে বিসিসিআই-এর বড় কোনও পদে বা ভারতীয় ক্রিকেটে নতুন কোনও ভূমিকায় দেখা যেতেই পারে মাস্টার ব্লাস্টারকে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন স্বয়ং বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেটে শচীনের অন্তর্ভুক্তি নিয়ে সৌরভ বলেছেন, ‘‘শচীন অবশ্যই একটু অন্যরকম। ও এসবের মধ্যে থাকতে চায় না। তবে আমি নিশ্চিত, ভারতীয় ক্রিকেটে শচীন যদি আসে, এর থেকে ভাল খবর কিছু হতে পারে না। আর সেটা কীভাবে সম্ভব, তা নিয়েই আমাদের কাজ করতে হবে। আসলে চারপাশে এত বেশি স্বার্থের সংঘাত ইস্যু যে, কোনটা ঠিক আর কোনটা ভুল বোঝা কঠিন। কিছু ক্ষেত্রে তো আমার এ সব অবাস্তব মনে হয়। তবে আমাদের দেখতে হবে, ভারতীয় ক্রিকেটের সেরা প্রতিভাকে কীভাবে এই খেলাটার সঙ্গে যুক্ত করা যায়। শচীন নিজেও ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ঠিক রাস্তা খুঁজে নেবে বলেই মনে করি।’’
আরও পড়ুন-ধোনিকে কিছু মিস করতে দেখিনি : অশ্বিন
এদিকে, মেয়েদের আইপিএল নিয়ে বোর্ডের রূপরেখা তৈরির কাজ চলছে। আগামী তিন মাসের মধ্যে তা চূড়ান্ত হবে বলে জানিয়ে দিলেন সৌরভ। বোর্ড প্রেসিডেন্ট এটাও জানিয়ে দিয়েছেন, আইপিএলের মিডিয়া স্বত্ব থেকে আগামী পাঁচ বছরে রেকর্ড ৪০ হাজার কোটি টাকা আয় করবে বিসিসিআই।