রাঁচি, ৭ জুলাই : ক্যাপ্টেন কুলের জন্মদিনে অভিনবভাবে শুভেচ্ছা জানাল ফিফা! সোমবার ৪৪তম জন্মদিন ছিল মহেন্দ্র সিং ধোনির (ms dhoni)। আর এই দিনকে ‘হ্যাপি থালা ডে’ বলে চিহ্নিত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। একই সঙ্গে দুই কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও ডেভিড বেকহ্যামদের জার্সি নম্বর ব্যবহার করে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে শুভেচ্ছা জানিয়েছে ফিফা।
ধোনি নিজে বরাবরই প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতে পছন্দ করেন। ৪৪তম জন্মদিনও তিনি পালন করেছেন রাঁচিতে বন্ধুদের সঙ্গে কেক কেটে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। নিজে হইচই না করলেও, ধোনিকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে ক্রিকেট তারকা থেকে শুরু করে আমজনতা।
তবে সবথেকে অভিনব উদ্যোগ নিয়েছে ফিফা। তাদের ইনস্টাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে, সাত নম্বর জার্সি পরা রোনাল্ডো, বেকহ্যাম ও সন হিউং মিনকে। তিন বিখ্যাত ফুটবল তারকার জার্সি নম্বরের মাধ্যমেই ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ফিফা। সঙ্গে চিরাচরিত ‘হ্যাপি বার্থডে’ না বলে বার্থডে বয় ধোনিকে ফিফার বার্তা– ‘হ্যাপি থালা ডে’! এর আগে গত বছরের ইউরো কাপের আগেও ধোনিকে (ms dhoni) অভিনব সম্মান জানিয়েছিল ফিফা। ফিফা বিশ্বকাপের সোশ্যাল মিডিয়া পেজে রোনাল্ডোর ছবি নিয়ে লেখা হয়েছিল— ‘থালা ফর আ রিজন’। অর্থাৎ সাত নম্বর জার্সিধারী রোনাল্ডো ও ধোনিকে একাসনে বসিয়ে সম্মান জানানো হয়েছিল।
আরও পড়ুন-নাটকীয় সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকা অধিনায়কের, লারার ৪০০ টপকানোর চেষ্টাই করলেন না মুল্ডার