প্রতিবেদন: বিদেশি সংবাদসংস্থা রয়টার্সকে (Reuters) এদেশে কাজ করতে বাধা দেবে না ভারত সরকার। জানানো হল কেন্দ্রের তরফে। খ্যাতনামা সংবাদসংস্থা রয়টার্সের (Reuters) এদেশে কাজ করতে কোনও বাধা নেই বলে রবিবার জানিয়েছে কেন্দ্র। লন্ডনস্থিত এই সংবাদসংস্থা ভারতে তাদের সমাজমাধ্যম এক্স হ্যান্ডেলে কাজ পরিচালনা করতে পারবে বলে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফেও জানিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি রয়টার্সের এক্স হ্যান্ডেল ভারতে প্রযুক্তিগত সমস্যার কারণে হঠাৎ বন্ধ হয়ে যায় বলে বিভ্রান্তি তৈরি হয়। জানানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রকের তরফে। এক সরকারি মুখপাত্র বলেছেন, সমস্যা সমাধানের জন্য ভারত সরকার এক্স-এর সাথে কাজ করছে। রয়টার্স হ্যান্ডেল আটকে রাখার কোনও উদ্দেশ্য নেই।
আরও পড়ুন-তুরস্কের সংস্থা সেলেবির আর্জি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট