প্রতিবেদন : বিজেপি এবং মোদি সরকারের নোংরা রাজনীতি আর নির্লজ্জ চক্রান্ত সমানে চলছে। বিজেপি পদে পদে প্রমাণ করে ছাড়ছে, তারা ঘোর বাংলা-বিরোধী। বাংলা ভাষায় কথা বললেই তাঁকে বাংলাদেশি তকমা দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। সংখ্যালঘু নির্যাতনের এক নতুন উপায় বের করেছে বিজেপি। ফের বীরভূমের এক পরিবারকে বাংলাদেশ পাঠিয়ে দিল দিল্লির বিজেপি সরকার। রবিবার সামনে এসেছে দিল্লি নিবাসী বীরভূমের আদি বাসিন্দা দানিশ শেখ ও তাঁর স্ত্রী-সন্তানকে বাংলাদেশে পাঠানোর খবর।
আরও পড়ুন-দিনের কবিতা
এর ২৪ ঘণ্টার মধ্যেই সোমবার জানা গিয়েছে, বীরভূমেরই আর একটি পরিবারের সদস্য সুইটি বিবি ও তাঁর দুই সন্তানকে বাংলাদেশে পাঠানোর ঘটনা। এঁরাও দিল্লিতে থাকতেন দীর্ঘদিন ধরে। সুইটি বিবি ছোটখাটো কাজ করে দিনযাপন করতেন। দিল্লি পুলিশের কাছে ভারতীয় নাগরিক হওয়ার যাবতীয় প্রমাণ দিয়েছিলেন সুইটি বিবি, তারপরও তাঁদের জোর করে বাংলাদেশে পাঠানো হয়েছে বলে সোমবার অভিযোগ করেন সুইটির আত্মীয়, বীরভূমের মুরারই থানার ধুতরা গ্রামের বাসিন্দা মহম্মদ আরিফ শেখ। দানিশের মতো সুইটি বিবি ও তাঁর দুই সন্তানকে ভারতে ফিরিয়ে আনার জন্য সচেষ্ট হয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। তাঁর দাবি, সংখ্যালঘু বাঙালি এবং ভারতীয়দের বিরুদ্ধে মোদি সরকার তথা বিজেপির এই চক্রান্ত বন্ধ করতে হবে। এর শেষ দেখে ছাড়ব আমরা। দু-এক দিনের মধ্যেই এই বিষয়টি নিয়েও আদালতের দ্বারস্থ হবেন তিনি।