প্রতিবেদন : পিভি বিষ্ণুকে ধরে রাখল ইস্টবেঙ্গল। ২৩ বছরের উইঙ্গারের সঙ্গে চুক্তির মেয়াদ আরও দু’বছর বাড়িয়ে নেওয়া হয়েছে। ফলে ২০২৭-’২৮ মরশুম পর্যন্ত লাল-হলুদ জার্সিতেই দেখা যাবে বিষ্ণুকে। গত মরশুমে আইএসএলে ২২ ম্যাচ খেলে ৪টি গোল ও ৩টি অ্যাসিস্ট করেছিলেন বিষ্ণু। তাঁর দিকে হাত বাড়িয়েছিল আইএসএলের কয়েকটি ক্লাবও। শেষ পর্যন্ত অবশ্য পুরনো দলেই থেকে গেলেন বিষ্ণু।
আরও পড়ুন-বাংলা বিরোধী বিজেপি, চলছে ভয়ঙ্কর তিন চক্রান্ত, প্রতিবাদে মুখর তৃণমূল
নতুন চুক্তিতে সই করে বিষ্ণু বলেছেন, ইস্টবেঙ্গল ক্লাব আমাকে পরিচর্যা করেছে। ধারাবাহিকভাবে সাপোর্ট করে চলেছে আরও ভাল ফুটবলার হয়ে ওঠার জন্য। আমি টিম ম্যানেজমেন্ট ও সমর্থকদের কাছে কৃতজ্ঞ। ওঁদের সাহায্য ছাড়া এই জায়গায় পৌঁছতে পারতাম না। ইস্টবেঙ্গলকে সাফল্য এনে দেওয়ার জন্য নিজের সেরা উজাড় করে দেব। বিষ্ণুর সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধিতে খুশি লাল-হলুদের কোচ অস্কার ব্রুজোও। তিনি বলেছেন, বিষ্ণু আমাদের দলের গুরুত্বপূর্ণ ফুটবলার। যদি ও পরিশ্রম করতে পারে, তাহলে দেশের সেরা উইঙ্গার হবে। এদিকে, মঙ্গলবার ফের কলকাতা লিগে নামছে ইস্টবেঙ্গল। ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে লাল-হলুদের রিজার্ভ টিমের প্রতিপক্ষ বিএসএস স্পোর্টিং। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে সুরুচি সংঘের কাছে ১-১ গোলে ড্র করেছিল ইস্টবেঙ্গল। তাই মঙ্গলবারের ম্যাচটা জিততে মরিয়া দায়িত্বপ্রাপ্ত কোচ বিনো জর্জ। সোমবার তিনি বলেছেন, আগের ম্যাচে প্রথম গোল করেও জিততে পারিনি। এই ম্যাচে সেই ভুল শুধরে জয়ে ফেরাই একমাত্র লক্ষ্য। সোমবারই লাল-হলুদের অনুশীলনে যোগ দিয়েছেন সিনিয়র টিমের ডিফেন্ডার প্রভাত লাকড়া।