প্রতিবেদন: কসবা আইন কলেজে ধর্ষণ-কাণ্ডের পর সমস্ত কলেজেই ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপরেও বেশ কিছু কলেজে ইউনিয়ন রুম খোলা আছে বলে অভিযোগ এসেছে। এ-বিষয়ে এবার কড়া সিদ্ধান্তের কথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
আরও পড়ুন-ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়াতেই সতর্ক করল রাজ্য
শিক্ষামন্ত্রী বলেন, এই বিষয়ে কোর্ট একটি সিদ্ধান্ত জানিয়েছে। আমাদের যে আইনি সংস্থা রয়েছে তাকে এই বিষয়ে এসওপি জমা দিতে বলা হয়েছে। এরপর দফতরের মুখ্যসচিবের সঙ্গে কথা বলা হবে। তারপর আমাদের দফতর থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের বিচারক সৌমেন সেন ও স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ যেখানে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দেন। একইসঙ্গে জানানো হয়, প্রয়োজনে যদি কোনও ছাত্র ইউনিয়ন রুমে ঢুকতে চায়, তবে রেজিস্ট্রার বা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে কারণ জানিয়ে লিখিত অনুমতি নিতে হবে। কোনও ধরনের বিনোদনমূলক কাজে ব্যবহার করা যাবে না ইউনিয়ম রুমকে।