ফের ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, রাজস্থানে মৃত ২

Must read

আবারও দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান (IAF jet crash)। রাজস্থানের চুরু জেলায় বায়ুসেনার বিমান ভেঙে মৃত্যু হয়েছে ২ জনের। স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুরে চুরুর রতনগড় এলাকার ভানুদা গ্রামের বাসিন্দারা একটি বিকট শব্দ শুনতে পান। তারপরেই খোলা মাঠ থেকে লেলিহান আগুনের শিখা ও ধোঁয়া উপরের দিকে ওঠার দৃশ্য দেখেন স্থানীয়রা। দুর্ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি বুঝতে পেরে তাঁরা পুলিশ ও দমকলে খবর দেন।

আরও পড়ুন- নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে টাটা সন্সের চেয়ারম্যান চন্দ্রশেখরণ

বিমানটি ভারতীয় বায়ু সেনার জাগুয়ার বিমান (IAF jet crash)। ঘটনাস্থল থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার করেছেন পুলিশ ও দমকল কর্মীরা। তাঁদের মধ্যে একজন পাইলট ও অন্যজনের পরিচয় নিশ্চিত করা যায়নি। বর্তমানে পুলিশ ও সেনা বাহিনী এসে জায়গাটিকে ঘিরে ফেলেছে কারণ স্থানীয়রা ভিড় জমাচ্ছিলেন বলে। বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারের কাজ শুরু হয়েছে। কী ভাবে বিমানটি ভেঙে পড়ল তা নিয়ে তদন্ত করা হবে বলেও জানানো হয়েছে।

Latest article