আবারও দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান (IAF jet crash)। রাজস্থানের চুরু জেলায় বায়ুসেনার বিমান ভেঙে মৃত্যু হয়েছে ২ জনের। স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুরে চুরুর রতনগড় এলাকার ভানুদা গ্রামের বাসিন্দারা একটি বিকট শব্দ শুনতে পান। তারপরেই খোলা মাঠ থেকে লেলিহান আগুনের শিখা ও ধোঁয়া উপরের দিকে ওঠার দৃশ্য দেখেন স্থানীয়রা। দুর্ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি বুঝতে পেরে তাঁরা পুলিশ ও দমকলে খবর দেন।
আরও পড়ুন- নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে টাটা সন্সের চেয়ারম্যান চন্দ্রশেখরণ
বিমানটি ভারতীয় বায়ু সেনার জাগুয়ার বিমান (IAF jet crash)। ঘটনাস্থল থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার করেছেন পুলিশ ও দমকল কর্মীরা। তাঁদের মধ্যে একজন পাইলট ও অন্যজনের পরিচয় নিশ্চিত করা যায়নি। বর্তমানে পুলিশ ও সেনা বাহিনী এসে জায়গাটিকে ঘিরে ফেলেছে কারণ স্থানীয়রা ভিড় জমাচ্ছিলেন বলে। বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারের কাজ শুরু হয়েছে। কী ভাবে বিমানটি ভেঙে পড়ল তা নিয়ে তদন্ত করা হবে বলেও জানানো হয়েছে।