আজ শুরু তৃতীয় টেস্ট ,সবুজ উইকেটে জোফ্রার প্রত্যাবর্তন, বুমরার অপেক্ষায় লর্ডস

লর্ডসে তিনি খেলছেন। নতুন খবর নয়। কিন্তু এজবাস্টনে বিশ্রাম নিয়ে জসপ্রীত বুমরা যে রান আপে বল করছেন, সেটা নতুন।

Must read

লন্ডন, ৯ জুলাই : লর্ডসে তিনি খেলছেন। নতুন খবর নয়। কিন্তু এজবাস্টনে বিশ্রাম নিয়ে জসপ্রীত বুমরা যে রান আপে বল করছেন, সেটা নতুন। কাঁধের উপর থেকে চাপ কমাতে এই প্রয়াস। প্রথমে কিছুটা হেঁটে আসছেন। তারপর লম্বা পা ফেলার আগে জগিংয়ের মতো করে নিচ্ছেন। শেষমুহূর্তের সেই লাফ আপাতত উধাও। বল ছাড়ার সময় কাঁধের লোড কমাতে এটা করছেন। নেটে বুমরা বল করার সময় শুধু গম্ভীর নন, সামনে থেকে দেখলেন বাকি সাপোর্ট স্টাফেরাও।

আরও পড়ুন-দাড়িতে পাক ধরেছে মানে সরতে হবে গম্ভীরকে-বিরাট খোঁচা, পাশে শাস্ত্রী

শুভমনরা যেভাবে এজবাস্টনে ১-১ করে দিয়েছেন, তাতে সিরিজ এমনিতেই জমে গিয়েছিল। এখন বুমরা তাতে উত্তাপ ছড়াচ্ছেন। তাঁর প্রত্যাবর্তন অনেকটা সেই বিজ্ঞাপনের ভাষায় গৃহস্থের স্বস্তি, প্রতিবেশীর জ্বলনের মতো। ইংল্যান্ড কোচ আগেই বলে রেখেছেন, লর্ডসে বুমরা ফিরছে। আমাদের চ্যালেঞ্জ আরও বেড়ে গেল। ম্যাকালামের দুঃশ্চিন্তা অবশ্য বাড়িয়েই রেখেছেন আকাশ দীপ আর সিরাজ। গম্ভীরদের হিসাব এই, দুই টেস্টে প্রসিধকে দেখা হয়ে গিয়েছে। এবার জায়গা খালি করো। বুমরাকে নিয়ে আসো।
ম্যাকালামরা বজবলের সঙ্গে মানানসই উইকেট চেয়েছিলেন লিডস আর এজবাস্টনে। ওখানে পাটা উইকেট ছিল। মাইক আথারটন বলেছেন, এজবাস্টনে এমন পাটা উইকেট তিনি কখনও দেখেননি। কিন্তু তিনি না বললেও এটা ঘটনা যে ওখানে উইকেট শুধু বুমেরাং হয়নি, ইংল্যান্ডকে ডুবিয়েছে বেন স্টোকসের ভুল সিদ্ধান্তও। তাঁদের ড্রেসিংরুমে এখনও আফসোস চলছে কেন টসে জিতে বল করতে গেলেন! জোফ্রা আর্চারকে জামাই আদর করে ডেকে এনেও বসিয়ে রাখাও ব্যাকফায়ার করেছে। লর্ডসে অবশ্য আর্চার খেলবেন। ৫২ সপ্তাহ পর টেস্ট খেলবেন তিনি। ইংল্যান্ড একদিন আগেই দল ঘোষণা করে দিয়েছে। কিন্তু অ্যাটকিনসনকে আরও অপেক্ষা করতে হবে।
শুধু বুমরার ফেরা নয়, ভারতীয় দলে আরও কয়েকজন স্ক্যানারে রয়েছেন। করুণ নায়ারের লাগাতার ব্যর্থতা নিয়ে খেলছেন। নীতীশ রেড্ডি অলরাউন্ডার হিসাবে চরম ব্যর্থ। আর এক অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও তাই। এই দুজনের মধ্যে একজনকে হয়তো বসতে হত যদি কুলদীপকে খেলানো হত। এখানে উইকেট শেষমেশ কি দাঁড়ায় সেটা দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু শোনা যাচ্ছে বুমরা ছাড়া আর কোনও পরিবর্তন হচ্ছে না।

আরও পড়ুন-কোথায় বন্‌ধ! সারাদিন কর্মব্যস্তই থাকল বাংলা

এজবাস্টনে হারের পরই ম্যাকালাম লর্ডসের কিউরেটরকে এসওএস পাঠিয়েছিলেন যে আর পাটা উইকেট চাই না। এবার চাই সজীব উইকেট। অর্থাৎ ঘাস থাকবে। ভারতীয় শিবির সেটা দেখেও নিশ্চিত হতে পারছে না এই ঘাস শেষ অবধি থাকবে কিনা। বুমরা খেলবেন বলে ঘাস ইংল্যান্ডের জন্যও ঝুঁকির হয়ে যেতে পারে। অ্যাটকিনসনকে বাইরে রেখে ম্যাকালামরা কি আসলে গ্রিন টপ উইকেটের ভাবনা থেকে সরে এলো? উত্তর পেতে আরও চব্বিশ ঘণ্টা অপেক্ষা করতে হবে।
ইংল্যান্ডের জন্য বোলিং মাথাব্যথা ছিলই, তাতে যুক্ত হয়েছে স্টোকসের ব্যাটিং। বল করা শুরু করেছেন আবার। সাফল্যও পাচ্ছেন। কিন্তু রানের ভাঁড়ার শূন্য। স্বভাবতই কথা উঠছে। যেমন ওপেনার ক্রলিকে নিয়েও। মাইকেল ভন ঠোঁটকাটা লোক। তিনি বলেছেন, ক্রলি হল ইংল্যান্ডের সবথেকে ভাগ্যবান প্লেয়ার। অর্থাৎ ব্যাটে রান নেই কিন্তু দিব্যি আছেন। তবে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে যদি বোলিং গাড্ডায় ফেলে, তাহলে খুব কাছাকাছি ছিল ব্যাটিংও। জো রুট নো বলে আউট ছিলেন কিনা এই চর্চা ছেড়ে ইংল্যান্ডকে এখন রান করতে হবে।
এসব অবশ্য ইংল্যান্ডের সমস্যা। ভারতের জন্য বসন্ত চলছে। নতুন অধিনায়ক সাড়ে পাঁচশো রান করে ফেলেছেন। খুব পিছিয়ে নেই যশশ্বী আর ঋষভও। ওদের মতো রান না করলেও ভাল ফর্মে রাহুলও। টপ অর্ডার রান পেয়ে যাওয়ায় পিছনের চাপ কমে গিয়েছে। তবে জাদেজাও রান পেয়েছেন। সবমিলিয়ে এই দলে শুধু একজনেরই অভাব ছিল। লর্ডসে বুমরা ফিরলে এই দিকটাও ঢেকে যাবে।

Latest article