প্রতিবেদন: আদালতে আপাতত স্বস্তি পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আশঙ্কা, এরপর পূর্ণোদ্যমে সংস্কার কর্মসূচি চালিয়ে যাবেন তিনি। আমেরিকায় সরকারি কর্মীদের গণছাঁটাই নিয়ে ট্রাম্পের পক্ষেই রায় দিয়েছে সেদেশের সুপ্রিম কোর্ট। যদিও একইসাথে এই সংক্রান্ত মামলা চলবে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন-বিচারবিভাগের নিয়োগে অভিযোগ উঠছে কেন্দ্রীয় সরকারের স্বেচ্ছাচারিতার
মার্কিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, আমেরিকার সরকারি কর্মীদের গণছাঁটাইয়ের প্রক্রিয়া চালাতে পারবে ট্রাম্পের প্রশাসন। এনিয়ে সুপ্রিম কোর্টের কোনও আপত্তি নেই। তবে মামলা যথারীতি চলবে। প্রসঙ্গত, আমেরিকার বিদেশ দফতর, রাজস্ব দফতর, আবাসন ও নগরোন্নয়ন দফতর এবং সামাজিক সুরক্ষা প্রশাসন-সহ ১৯টি সরকারি প্রতিষ্ঠানে গণছাঁটাই করতে চাইছেন ট্রাম্প। ওই দফতর এবং এজেন্সিগুলিতে সার্বিক পরিবর্তন করতে চাইছে তাঁর প্রশাসন। এর ফলে আমেরিকায় হাজার হাজার সরকারি কর্মী কাজ হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন কংগ্রেসে কোনও আলোচনা না করেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ।
এর আগে কর্মীছাঁটাই নিয়ে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিয়েছিল আমেরিকার এক নিম্ন আদালত। তবে এবার মার্কিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, গণছাঁটাইয়ের প্রক্রিয়ায় কোনও আপত্তি নেই। এই সংক্রান্ত কাজ চালিয়ে যেতে পারবে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি প্রশাসনিক সংস্কারের বিভিন্ন মামলায় জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ট্রাম্প প্রশাসন। প্রতি ক্ষেত্রেই ট্রাম্পের পক্ষেই রায় গিয়েছে সুপ্রিম কোর্টের। এবারও তাই হল। তবে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে সহমত হয়নি। দুজন বিচারপতি ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দিলেও এক বিচারপতি দ্বিমত পোষণ করেন বলে জানা গিয়েছে।