লন্ডন, ৯ জুলাই : উইম্বলডনের সেমিফাইনালে মুখোমুখি বিশ্বের এক নম্বর জানিক সিনার ও ২৫টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নোভাক জকোভিচ। শুক্রবার হবে এই ম্যাচ। কোয়ার্টার ফাইনালে সিনার স্ট্রেট সেটে জয় পেলেও, জকোভিচকে কিন্তু লড়তে হয়েছে। সার্ব টেনিস তারকার প্রতিপক্ষ ছিলেন ইতালির ফ্ল্যাভিও কোবোল্লি। চার সেটের লড়াইয়ের পর, ৬-৭ (৬/৮), ৬-২, ৭-৫, ৬-৪ ফলে বাজিমাত করেন জকোভিচ। কনুইয়ের চোট উপেক্ষা করেই বুধবার কোয়ার্টার ফাইনালে আমেরিকার বেন শেল্টনকে ৭-৬ (৭/২), ৬-৪, ৬-৪ স্ট্রেট সেটে হারিয়েছেন সিনার।এদিন সিনারের কোর্টে নামা নিয়েই সংশয় ছিল। কোয়ার্টার ফাইনালে গ্রিগর দিমিত্রভের বিরুদ্ধে দ্বিতীয় সেট চলাকালীন ডান কনুইয়ের যন্ত্রণায় মেডিক্যাল টাইম আউট নিতে বাধ্য হয়েছিলেন।এদিন ম্যাচ চলাকালীনও বারবার কনুইয়ে যন্ত্রণা অনুভব করেছেন। কিন্তু দাঁতে দাঁত চেপে ম্যাচ বের করে নেন সিনার।
আরও পড়ুন-দিনের কবিতা
মেয়েদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন খেতাবের অন্যতম দাবিদার ইগা সুইয়াটেক। বুধবার কোয়ার্টার ফাইনালে অষ্টম বাছাই ইগা ৬-২, ৭-৫ সেটে হারিয়েছেন রাশিয়ার লুডমিলা স্যামসোনোভাকে। স্ট্রেট সেটে জিতলেও, ইগাকে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন রুশ প্রতিদ্বন্দ্বী। শেষ পর্যন্ত অবশ্য জিতেই কোর্ট ছাড়েন তিনি। শেষ চারে ইগার প্রতিপক্ষ সুইজারল্যান্ডের অবাছাই খেলোয়াড় বেলিন্ডা বেনসিক। দিনের অন্য কোয়ার্টার ফাইনালে বেলিন্ডা ৭-৬ (৭/৩), ৭-৬ (৭/২) স্ট্রেট সেটে সপ্তম বাছাই মিরা আন্দ্রিভাকে হারিয়ে অঘটন ঘটিয়েয়েছেন।