বাংলার চর্ম-কুটিরশিল্পকে একসূত্রে বাঁধলেন মুখ্যমন্ত্রী

এদিন একঝাঁক মন্ত্রী-বিধায়ক-শিল্পপতিদের উপস্থিতিতে পথচলা শুরু করল শিল্পান্ন। গোটা রাজ্য জুড়েই হবে এই ধরনের শপিংমল।

Must read

প্রতিবেদন : বাংলার হস্তশিল্প-কুটিরশিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরতে বরাবরই তিনি সচেষ্ট। এবার আরেক ধাপ এগিয়ে বাংলার চর্ম ও কুটিরশিল্পের জন্য কার্যত আস্ত একটি শপিংমলই গড়ে দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধনের পর পথচলা শুরু করল আলিপুরের ‘শিল্পান্ন’। যেখানে ৪৬টি স্টলে একছাতার নিচে মিলবে চর্ম ও কুটিরশিল্পের সম্ভার। একই জায়গায় পাওয়া যাবে গ্রামবাংলার নিজস্ব সংস্কৃতির সবকিছু।

আরও পড়ুন-ওড়িশায় আটক : কোর্টের কড়া পদক্ষেপের নির্দেশ

এদিন একঝাঁক মন্ত্রী-বিধায়ক-শিল্পপতিদের উপস্থিতিতে পথচলা শুরু করল শিল্পান্ন। গোটা রাজ্য জুড়েই হবে এই ধরনের শপিংমল। যাতে দুটি ফ্লোর আলাদা করে রাখা থাকবে এ-ধরনের হস্তশিল্প-কুটিরশিল্পের সম্ভারের জন্য। এদিন মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানের আগে ‘অভিন্ন’ বলে একটি সম্ভার উদ্বোধন করেন যা কিনা জেলবন্দি মহিলা আবাসিকদের তৈরি হস্তশিল্পের সম্ভার। প্রশাসনিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন। রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা, এসটিএফ প্রধান, এসএসকেএমের প্রিন্সিপাল, সিকিউরিটি চিফ গুরুত্বপূর্ণ আমলাদের জন্য একটি ক্যাম্প অফিসের উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই আলিপুরে মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিও থাকেন। কোনও এমার্জেন্সিতে প্রয়োজন হলে সকলকে একসঙ্গে দ্রুত পাওয়া যাবে। তাই এই ব্যবস্থা।
এদিন ১৪টি বাংলার শাড়ির আউটলেটও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এখনও পর্যন্ত ৩২০০ শিল্পী যুক্ত রয়েছেন সব মিলিয়ে। ক্ষুদ্র কুটিরশিল্পের ক্ষেত্রে ৬৬০টি বেশি ক্লাস্টার তৈরি হয়েছে। ডায়াবেটিকদের জন্য নতুন পদ্ধতিতে একটি চা তৈরির অভিনব পন্থাও বাতলে দেন মুখ্যমন্ত্রী।

Latest article