ভোটারের নয়, নীতীশের মুখের ছবি বিহারের এপিকে

Must read

প্রতিবেদন: নির্বাচন কমিশনের গাফিলতি, নাকি কারচুপির সুপরিকল্পিত চক্রান্ত? যা-ই হোক না কেন, হাতেনাতে ধরা পড়ে গেল বিজেপি-নীতীশীর গণতন্ত্রকে হত্যা করার ষড়যন্ত্র। অবাক কাণ্ড, বিহারে বিধানসভা নির্বাচনের মুখে এক মহিলা ভোটারের সচিত্র পরিচয়পত্রে তাঁর ছবির বদলে ছাপা হয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছবি। নির্বাচন কমিশনের এই গাফিলতির বিরুদ্ধে রীতিমতো সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে ফেসবুকে তুলে ধরা হয়েছে কমিশনের এই আজব কাণ্ড। বিহারের মাধেপুরা জেলায় এক মহিলার ভোটার আইডি কার্ডে তাঁর নিজের ছবির বদলে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছবি ছাপার ঘটনা তুলে ধরে বলা হয়েছে, এই ঘটনা শুধু চাঞ্চল্যকর নয়, ভোটার তালিকা তৈরির কাজে কমিশনের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। তৃণমূলের বক্তব্য, এমন আজব এবং ভুলে ভরা ভোটার কার্ড উঠে আসছে একাধিক রাজ্য থেকে। কী করছে জাতীয় নির্বাচন কমিশন? কিছুই নয়।
নির্বাচন কমিশনের কাছে তৃণমূল জবাব দাবি করেছে—
এমন অবিশ্বাস্য ভুল কীভাবে আপনাদের নজরের সামনে ঘটে চলেছে?
ঠিক কত সংখ্যক এমন ত্রুটিপূর্ণ ভোটার আইডি এখন আছে?
কোন কোন রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত?
এর ফলে পূর্ববর্তী কতগুলি নির্বাচন প্রশ্নের মুখে পড়েছে?
অবিলম্বে কী ধরনের সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে?
জাতীয় নির্বাচন কমিশন কীভাবে নিশ্চিত করবে যে নিজের ভুল শুধরাতে গিয়ে সাধারণ মানুষ যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন?
তৃণমূলের সাফ কথা, এটা মারাত্মক প্রশাসনিক গাফিলতি—আর তার চেয়েও ভয়ানক কিছু হয়ে থাকতে পারে।

আরও পড়ুন: নাবালিকা ধর্ষণে ফাঁসির নির্দেশ ৩ অভিযুক্তকে

Latest article