মোদিকে অবসরের বার্তা সংঘপ্রধানের!

Must read

প্রতিবেদন : মোদিকে কি এবার অবসর নেওয়ার বার্তা দিচ্ছে আরএসএস? বৃহস্পতিবার নাগপুরে সংঘপ্রধান মোহন ভাগবতের মন্তব্য উসকে দিয়েছে সেই জল্পনাকেই। একটি বই প্রকাশ অনুষ্ঠানে গিয়ে কারও নাম না করে সংঘপ্রধানের মন্তব্য, ৭৫ বছরের পর নিজে থেকে সরে দাঁড়ানো উচিত। অন্যদের কাজ করতে দেওয়া উচিত। এই বার্তা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যেই তা নিয়ে নিশ্চিত শাসক ও বিরোধীশিবিরের অনেকেই। এনিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েন কটাক্ষ করতে ছাড়েননি। চাঁচাছোলা ভাষায় তাঁর মন্তব্য, মোদির জীবনে মোটো একটাই, কথা দিয়ে কথা না রাখা। এক্ষেত্রেও তাই হবে। সেপ্টেম্বরেই ৭৫-এ পা দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। দেখার বিষয় এর পরে তিনি গদি ছেড়ে অন্য কাউকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসান, না কি নিজেই ক্ষমতা আঁকড়ে বসে থাকেন। বিজেপির ঘোষিত নীতি হল, ৭৫ বছর বয়েস মানেই সক্রিয় রাজনীতি থেকে অবসর৷ এই নীতি মেনেই রাজনৈতিক বানপ্রস্থে পাঠানো হয়েছে লালকৃষ্ণ আদবানি এবং মুরলি মনোহর যোশীর মতো প্রভাবশালী নেতাদের। তাঁদের পদাঙ্ক অনুসরণ করে কুর্সি ছাড়ার সাহস দেখাতে পারবেন প্রধানমন্ত্রী মোদি?

আরও পড়ুন: ভোটারের নয়, নীতীশের মুখের ছবি বিহারের এপিকে

Latest article