ফোর্ট উইলিয়ামে উঁকিঝুঁকি, ধৃত এক বাংলাদেশি

অনেক দিন থেকেই ফোর্ট উইলিয়াম চত্বরে ঘোরাঘুরি করছিল আরকে ব্যক্তি। ফোর্ট উইলিয়ামের ভিতর প্রবেশেরও চেষ্টা করে।

Must read

প্রতিবেদন : অনেক দিন থেকেই ফোর্ট উইলিয়াম চত্বরে ঘোরাঘুরি করছিল আরকে ব্যক্তি। ফোর্ট উইলিয়ামের ভিতর প্রবেশেরও চেষ্টা করে। ধরা পড়তেই বেরিয়ে এল ওই ব্যক্তির দুটি ভুয়ো আধার কার্ড। এমনই এক বাংলাদেশিকে গ্রেফতার করল সেনা গোয়েন্দা ও পুলিশ। ওই ব্যক্তির থেকে দুটি আধার কার্ড উদ্ধার হয়েছে। সেখানে ব্যক্তির দুই রকম পরিচয় লেখা রয়েছে। ধৃত ওই বাংলাদেশির নাম আজিম শেখ। তার আসল বাড়ি বাংলাদেশের খুলনা জেলার নরালি এলাকার কালিয়া গ্রামে।

আরও পড়ুন-নীতি আয়োগের রিপোর্টে বাংলার সাফল্য মেনে নিল কেন্দ্র, কর্মসংস্থান সৃষ্টিতে নজির

এদিন তাঁকে সেনা সদর দফতরের পাঁচিলের আশপাশে একাধিকবার ঘুরতে দেখা গিয়েছে। জানা গিয়েছে, আজিম দু বছর আগে সীমান্ত পার করে এক দালালের মাধ্যমে বনগাঁয় আসে। সেখান থেকে আসে কলকাতায়। গার্ডেনরিচ এলাকার একটি প্রায়-পরিত্যইক্ত আবাসনে একটি ঘরে আজিমের থাকার ব্যিবস্থা হয়। এরপর সে নিয়ে আসে তার মাকেও। তার মায়ের আধার কার্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেখা গিয়েছে মা ও ছেলের বয়সের পার্থক্য মাত্র ৬ বছর। এই দেখেই আরও সন্দেহ হয় গোয়েন্দাদের। সে বিভিন্ন অছিলায় ফোর্ট উইলিয়ামের ভিতর প্রবেশেরও চেষ্টা করে। সেনাবাহিনীর সিসিটিভি ফুটেজে তার সন্দেহজনক চলাফেরা ধরা পড়ে। এরপরই সেনা গোয়েন্দারা তার উপর নজরদারি শুরু করেন। সেনাদের তরফে খবর পেয়ে তাকে গ্রেফতার করে হেস্টিংস থানা। ধৃত বাংলাদেশির মোবাইল পরীক্ষা করে দেখা হচ্ছে।

Latest article