প্রতিবেদন: টানা তিন মাস একটিও ডেঙ্গি (dengue) আক্রান্তের হদিস মেলেনি পানিহাটি পুরসভা এলাকায়। রাজ্য নগরোন্নয়ন সংস্থা সুডা-র সাম্প্রতিক সমীক্ষায় একথা উঠে আসায় পানিহাটি প্রথম ডেঙ্গি-মুক্ত অঞ্চল হিসেবে স্বীকৃতি পেয়েছে। নিয়মিত বাড়ি বাড়ি পর্যবেক্ষণ, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচির ধারাবাহিকতা রাজ্যের মধ্যে এই ধরনের নজিরবিহীন সাফল্যের নেপথ্যে রয়েছে বলে দাবি পুরসভার স্বাস্থ্য দফতরের।
আরও পড়ুন-ফোর্ট উইলিয়ামে উঁকিঝুঁকি, ধৃত এক বাংলাদেশি
প্রশাসনের তত্পরতায় এবার রাজ্যে ডেঙ্গির প্রকোপ আগের তুলনায় অনেকটাই কমেছে। ২০২৩ সালের তুলনায় চলতি বছরে ডেঙ্গি ৪০ শতাংশ কম বলে জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আগের মতো আর মহামারীর চেহারা নিচ্ছে না বলে জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যে ৬,৯১৬ জন সদস্য বিশিষ্ট ডেঙ্গি প্রতিরোধ বাহিনী কাজ করছে। শহরাঞ্চলে সচেতনতা বাড়ায় ডেঙ্গির সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তাঁর বক্তব্য, কলকাতায় এখনও সেভাবে ডেঙ্গি দেখা যায়নি। জল জমা সমস্যা নিয়ে ফিরহাদ হাকিম বলেন, শহরের ৯০ শতাংশ জায়গায় জল জমার কথা নয়, যদি ইরিগেশন ক্যানেল ঠিক থাকে। আমরা ইরিগেশন দফতরের সঙ্গে একাধিক দফায় বৈঠক করেছি যাতে এই ক্যানেলগুলি কার্যকর থাকে। ডেঙ্গি প্রতিরোধে সরকারের সক্রিয় ভূমিকার পাশাপাশি তিনি নাগরিকদেরও সচেতন থাকার আহ্বান জানান।