কাঁধে জোয়াল দিয়ে বলদের মতো হালচাষ করানো হল নবদম্পতিকে

প্রকৃত অর্থেই মধ্যযুগীয় বর্বরতা। অদ্ভুত ব্যাপার, বলদের বদলে হালচাষ করানো হল নবদম্পতিকে দিয়ে। জোয়াল তুলে দেওয়া হল তাঁদের কাঁধে

Must read

প্রতিবেদন: বিজেপি শাসন ক্ষমতায় আসার পর থেকেই ওড়িশায় আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। কিন্তু এবার রায়গাড়া জেলা যে ন্যক্কারজনক ঘটনার সাক্ষী হল তা স্মরণকালে আগে ঘটেছে কি? প্রকৃত অর্থেই মধ্যযুগীয় বর্বরতা। অদ্ভুত ব্যাপার, বলদের বদলে হালচাষ করানো হল নবদম্পতিকে দিয়ে। জোয়াল তুলে দেওয়া হল তাঁদের কাঁধে। এখানেই শেষ নয়, ছড়ি নিয়ে কয়েকজন তাড়াও করল নবদম্পতিকে। বলদের মতো পেটানোও হল স্বামী-স্ত্রীকে। আর সেই দৃশ্য দেখে আনন্দে হাততালি হয়ে উঠল অনেকে। উঠল হর্ষধ্বনিও।

আরও পড়ুন-দিনে ১৬ বার সূর্যোদয়?

এসব দেখে কেউ আবার লুটিয়ে পড়ছে হেসে। এসবই রায়গাড়ার কাঞ্জামাঝিরা গ্রামের একদল গ্রামবাসীর কুকীর্তি। কিন্তু কেন এমন বর্বরতা এক নবদম্পতির প্রতি? ‍‘অপরাধ’ ওই গ্রামের এক তরুণী প্রেমে পড়েছিলেন তাঁরই দূরসম্পর্কের এক দাদার। দীর্ঘদিনের হৃদয়বিনিময় পরিণতি পায় বিবাহ-বন্ধনে। দু’পক্ষের বাড়ির লোক এ-ব্যাপারে কোনও কথা না বললেও, এই বিয়েতে প্রবল ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামেরই কিছু বাসিন্দা। তাদের অভিযোগ, এই বিয়ে আসলে মহাপাপ। সেই ‍‘পাপেরই শাস্তি’ দিতে নববিবাহিত স্বামী-স্ত্রীর প্রতি এমন অমানবিক আচরণ প্রকাশ্যে। কিন্তু ‍‘শাস্তি’র আরও ছিল বাকি। মারতে মারতে দু’জনকে নিয়ে যাওয়া হয় গ্রামের একটি মন্দিরে। সেখানে পাপের প্রায়শ্চিত্তর নামে আর এক দফায় অত্যাচারের পালা। দম্পতির শত অনুনয়-বিনয়েও মন গলেনি গ্রামবাসীদের। ‍‘শুদ্ধিকরণের’ নিদান দেওয়া হয় তাঁদের। সবচেয়ে আশ্চর্যের বিষয়, সবকিছু দেখেও প্রতিবাদ করতে এগিয়ে আসেনি কেউই। থানায় খবর পৌঁছলেও দম্পতিকে অত্যাচারের হাত থেকে উদ্ধার করতে আসেনি পুলিশও। কিন্তু ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই নিন্দার ঝড় ওঠে রাজ্যজুড়ে। টনক নড়ে প্রশাসনের। গ্রামে গিয়ে জিজ্ঞাসাবাদ করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা তো দূরের কথা, চিহ্নিতও করা যায়নি অপরাধীদের।

Latest article