দিঘা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে গাড়ি, মৃত ৪

পশ্চিম মেদিনীপুরের বেলদায় গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৪। জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক-সহ ৪ জনের।

Must read

শনিবার সাতসকালে দিঘায় (Digha) জগন্নাথদেবের দর্শন করতে যাওয়ার পথে গাড়ির দুর্ঘটনায় প্রাণ হারালেন চার জন। পশ্চিম মেদিনীপুরের বেলদায় গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৪। জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক-সহ ৪ জনের। সকাল ৬টা নাগাদ বেলদার রানিসরাই এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার পেরিয়ে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে গাড়িটি।

আরও পড়ুন-লিগের ম্যাচ ফিরুক ময়দানে, ইস্টবেঙ্গলের মঞ্চে ক্রীড়ামন্ত্রী

সূত্রের খবর, আসানসোল থেকে একটি চারচাকা গাড়িতে চেপে দিঘায় যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার পেরিয়ে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে কিন্তু উল্টো দিকের লেনে একটি লরি আসছিল। সামলাতে না পেরে খড়গপুরের দিকে যাওয়া এই লরিটি গাড়িতে ধাক্কা মারে। লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় চারচাকা গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ গাড়ি থেকে চার জনকে উদ্ধার করে। গ্যাসকাটার ব্যবহার করে গাড়ি থেকে তাঁদের উদ্ধার করা হয়। এরপরে তাঁদের বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। স্বাভাবিকভাবেই দুর্ঘটনার ফলে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।

আরও পড়ুন-আমি যাঁকে গুরু মানি

প্রসঙ্গত, ভোরবেলা জয় রাইডে বেরিয়ে উল্টোডাঙা উড়ালপুলে দুর্ঘটনায় মৃত্যু হয় দুই ভাইয়ের। এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ বাইপাসের দিক থেকে হেলমেট ছাড়াই একটি বাইকে ৪ জন যাচ্ছিলেন। বেপরোয়া গতিতে একটি গাড়িকে ওভারটেক করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোডাঙা উড়ালপুলের লেকটাউনগামী লেনে রেলিংয়ে ধাক্কা মারে তাঁদের বাইক।

 

Latest article