বঙ্গোপসাগরে আটকে পড়া বোট থেকে দুই বিদেশি উদ্ধার

বঙ্গোপসাগরে (Bay Of Bengal) আটকে পড়া একটি সেলিং বোট থেকে দুই বিদেশিকে উদ্ধার করল উপকূলরক্ষী বাহিনী।

Must read

বঙ্গোপসাগরে (Bay Of Bengal) আটকে পড়া একটি সেলিং বোট থেকে দুই বিদেশিকে উদ্ধার করল উপকূলরক্ষী বাহিনী। ১১ জুলাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্টের থেকে ৫২ নটিকাল মাইলস দক্ষিণপূর্বে ঘটনাটি ঘটে। উদ্ধার হওয়া বিদেশিদের একজন মার্কিন নাগরিক এবং অপরজন তুরস্কের নাগরিক। গত ১০ জুলাই চেন্নাইয়ের মার্কিন কনস্যুলেট আন্দামানের দ্য মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারের সঙ্গে যোগাযোগ করে। জানানো হয়, সি অ্যাঞ্জেল নামক একটি সেলিং বোট মাঝ সমুদ্রে মার্কিন নাগরিক সহ আটকে পড়েছে। এই অবস্থায় উপকূলরক্ষী বাহিনী উদ্ধার অভিযানে নামে।

আরও পড়ুন-জোকার নামী ম্যানেজমেন্ট কলেজের হস্টেলে তরুণীকে ধ.র্ষণ, গ্রেফতার এক ছাত্র

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বোটের ‘পাল’ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। বোটের প্রোপেলারও নষ্ট হয়ে গিয়েছিল। এই অবস্থায় বঙ্গোপসাগরে আটকে পড়েছিল বোটটি। সেই বোটকে উদ্ধার করে উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ‘রাজবীর’। বোটে থাকা দুই বিদেশিই শারীরিক ভাবে সুস্থ আছেন। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী একটি বিবৃতি জারি করে এই বিষয়ে জানিয়েছে, ঝোড়ো হাওয়ার দাপট ছিল এবং বোটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। বোটে থাকা আরোহীরা নিরাপদ এবং সুস্থ ছিলেন। ১১ জুলাই সকালে সেই বোটটিকে সফল ভাবে ক্যাম্পবেল বে হারবারে নিয়ে আসা হয়।

Latest article