মেট্রো ভোগান্তি যাত্রীদের কাটছেই না, বিশেষত দক্ষিনেশ্বর-কবি সুভাষ লাইনে (Kolkata Metro)। শনিবার বেলা ১২টার আগে থেকে পরিষেবা ব্যাহত হওয়ার ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের। ফের মেট্রোর লাইনে (Kolkata Metro) আত্মহত্যার চেষ্টার কারণেই সমস্যা বলে জানানো হয়। সময় মতো ঘোষণা না হওয়ায় চরম ভোগান্তিতে যাত্রীরা।
আরও পড়ুন-রাজধানীতে ধসে গেল বহুতল, আহত ৮
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বেলা পৌনে ১২টা নাগাদ সেন্ট্রাল মেট্রো স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। বন্ধ হয়ে যায় গিরিশ পার্ক থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা।
দক্ষিনেশ্বরগামী মেট্রোর লাইনে আত্মহত্যার চেস্টার জেরে প্রায় দেড় ঘণ্টা ব্যাহত হয় মেট্রো পরিষেবা। উদ্ধার কাজে দেরি হওয়ায় প্রতিটি স্টেশনে বাড়তে থাকে যাত্রী বিক্ষোভ।