মায়ানমারে বিমান হামলা (airstrike Myanmar)। মৃত্যু হয়েছে কমপক্ষে ২৩ জনের। বৃহস্পতিবার মাঝরাতের পর মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পশ্চিম সাগাইং টাউনশিপের লিন তা লু গ্রামের বৌদ্ধ মঠে হামলা চালায় ওই দেশেরই সেনা বাহিনী। ধর্মীয় স্থানে বিমান হামলা এই প্রথম। একাধিক শিশু-সহ বহু মানুষের মৃত্যু হয়েছে। ৩০ জন আহত। গুরুতর অবস্থা ১০ জনের।
স্থানীয়রা বলেছেন, মৃতের সংখ্যা ২৩ নয় আরও অনেক বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত সরকারি তরফে মৃতের সংখ্যা নিশ্চিত করা হয়নি। পাশাপাশি মায়ানমারের (airstrike Myanmar) সামরিক বাহিনী এই হামলার বিষয়ে জারি করা হয়নি কোনও বিবৃতি। গভীর রাতের দিকে একটি মঠ লক্ষ্য করে এই হামলার সময়ে সামরিক অভিযান থেকে বাঁচতে ১৫০-এরও বেশি মানুষ ওই বৌদ্ধ মঠে আশ্রয় নিয়েছিল। সেনার হামলায় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বৌদ্ধ মঠটি।
আরও পড়ুন- কেন্দ্রের তীব্র সমালোচনা সুপ্রিম কোর্টের দুই প্রাক্তন প্রধান বিচারপতির
২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী অং সান সু চির নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার পর থেকেই মায়ানমারে শুরু হয় গৃহযুদ্ধ। দেশের বিশাল অংশে থামছেই না অশান্তি। সাগাইং অঞ্চলে জুন্টা বিরোধী সামরিক অভিযানের ঝাঁজ ধীরে ধীরে বাড়ছে। স্থানীয় বিরোধী গোষ্ঠীকে শায়েস্তা করতে এলাকায় আগেই ট্যাঙ্ক মোতায়েন করেছে সেনা। চলতি বছরের শেষে মায়ানমারে ভোট হতে পারে বলে খবর।