লন্ডন, ১২ জুলাই : লেগ সাইডে সাতজন ফিল্ডার! তার সঙ্গে লাগাতার শর্ট পিচড ডেলিভারি। যাতে রান আটকে রাখা যায়। তৃতীয় দিন লাঞ্চের আগে ইংল্যান্ডের এহেন নেতিবাচক ক্রিকেটের তীব্র সমালোচনা করেছেন সুনীল গাভাসকর। তাঁর মতে, এটা কোনও অর্থেই ক্রিকেট নয়!
আরও পড়ুন-জোকা আইআইএমে ধর্ষণের অভিযোগ নিয়ে চরম ধোঁয়াশা
ক্রিকেটের স্পিরিটের সঙ্গে এসব একদমই যায় না। শনিবার সকালের দু’ঘণ্টা কার্যত অবিচ্ছেদ্য ছিল কে এল রাহুল ও ঋষভ পন্থের জুটি। চোট পাওয়া ঋষভ লাঞ্চের ঠিক আগের মুহূর্তে রান আউট হয়ে যান। কিন্তু দু’জনে মিলে ১৪১ রান জুড়ে যান। তার আগে এই জুটির সামনে ইংল্যান্ড যেভাবে রান আটকানোর পন্থা নিয়েছিল তার তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন বিশ্বসেরা ওপেনার। তিনি একে শুধু বডিলাইন ট্যাকটিক্স বলে বলে অভিহিত করেননি, তুলেছেন আইসিসির মেনস ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও। গাভাসকর বলেন, এটা একদমই ক্রিকেট নয়। সৌরভ গঙ্গোপাধ্যায়, আইসিসি ক্রিকেট কমিটির প্রধান নিশ্চয়ই এটা শুনছে। পরেরবার ওকে এটা নিশ্চিত করতে হবে যাতে লেগ সাইডে ছ’জন ফিল্ডার থাকে। বার্মিংহামে হারের ফলে সিরিজ শুধু ১-১ হয়ে যায়নি, ইংল্যান্ড বহুচর্চিত বাজবল থেকেও অনেকটা সরে এসেছে। তার উপর এখানে জসপ্রীত বুমরা ফেরায় আরও সাবধানী হয়ে গিয়েছেন বেন স্টোকসরা।