সংবাদদাতা, খড়্গপুর : একুশে জুলাই ধর্মতলা (Dharmatala) চলোর ডাকে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর ২ ব্লকের কৃষ্ণনগর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঘাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমূলের উদ্যোগে জনসভা হল শনিবার। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষের ভিড়ে উপচে পড়ে এই সভা।
আরও পড়ুন-নির্বাচন কমিশন ও জরুরি অবস্থার ক্ষমতা নিয়ে স্পষ্টতার দাবি চন্দ্রচূড়ের
পশ্চিমবঙ্গ রাজ্য যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি, ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর, ঘাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তী-সহ অন্যরা। জেলার ১০ হাজারের বেশি কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন সভায়। মঞ্চ থেকে যুবকর্মী-সহ সমস্ত সংগঠনের নেতা-কর্মীদের ধর্মতলা সমাবেশে হাজির থাকার আহ্বান জানান সায়নী। এদিন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন তিনি। বলেন, বিজেপি ঝুমলা পার্টি। যুক্তি দিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তফাত মানুষের সামনে তুলে ধরে তিনি মুক্তকণ্ঠে স্লোগান তোলেন, বিজেপি হটাও, দেশ বাঁচাও।