প্রথম উইম্বলডন ট্রফি সিনারের

Must read

লন্ডন: ফরাসি ওপেনে তাঁর মুখের গ্রাস কেড়ে নিয়েছিলেন কার্লোস আলকারেজ। তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বাঁচিয়ে রোলাঁ গারোজে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে খেতাব জিতেছিলেন রাফায়েল নাদালের ভাবশিষ্য। ঠিক ৩৬ দিন পর উইম্বলডনের সেন্টার কোর্টে মধুর প্রতিশোধ নিয়ে ইতিহাস গড়লেন জানিক সিনার (Jannik Sinner)। ১৪৮ বছর পুরনো ঐতিহ্যের উইম্বলডনে ইতালির প্রথম খেলোয়াড় হিসেবে শিরোপা জিতলেন সিনার (Jannik Sinner)।
প্রথম সেট হেরেও উইম্বলডনে আলকারেজের হ্যাটট্রিক আটকে ইতালীয় তারকা বুঝিয়ে দিলেন কেন তিনি বিশ্বের এক নম্বর। সিনার ফাইনালে আলকারেজকে হারালেন চার সেটের লড়াইয়ে। খেলার ফল ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪। ছ’বার উঠে এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে হারলেন আলকারেজ। ঘাসের কোর্টে প্রথম ট্রফি সিনারের।

আরও পড়ুন-তৃণমূল নেতাকে ডেকে নিয়ে গিয়ে খু.ন বীরভূমে

এদিকে ২৩ বছরের মার্কিন তরুণী আমান্ডা আনিসিমোভা নিজের নাম ইতিহাসের পাতায় তুলেছেন ম্যাচ জিতে নয়, হেরে। উইম্বলডনে মেয়েদের সিঙ্গলস ফাইনালে বিশ্বের প্রাক্তন এক নম্বর পোলিশ তারকা ইগা সুইয়াটেকের কাছে আমান্ডা হেরেছেন ০-৬, ০-৬ ফলে। আমান্ডার এমন বিপর্যয়ের পর তাঁকে সান্ত্বনা দিতে এগিয়ে এসেছেন কিংবদন্তি রাফায়েল নাদাল।
২২ গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফরাসি তারকা উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন আনিসিমোভাকে। সমাজমাধ্যমে রাফা লিখেছেন, ‘গর্বিত হও আনিসিমোভা আমান্ডা! গ্র্যান্ড স্ল্যাম ফাইনালিস্ট’। ফাইনাল হারের পর ভেঙে পড়া মার্কিন তরুণীকে এভাবেই মানসিকভাবে উজ্জীবিত করার চেষ্টা করেছেন নাদাল।
খেলার মাঠে জয়-পরাজয় থেকেই শিখতে হয়। ফাইনাল পর্যন্ত আসাটাও গর্বিত করার মতো পারফরম্যান্স। এটাই আসলে আনিসিমোভাকে মনে করিয়ে দিতে চেয়েছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস আইকন। এই প্রসঙ্গে বেশ কয়েক বছর আগে নাদালের একটি সাক্ষাৎকারও সমাজমাধ্যমে শেয়ার হয়েছে। সেখানে ফরাসি তারকা বলেছিলেন, আমার কেরিয়ারে দেখেছি, জয়-পরাজয় দুটোকেই ভালভাবে মেনে নিতে হবে। আমি যখন জিতেছি তখন শান্ত থেকেছি এবং হারের পরও একইরকম শান্ত থাকার চেষ্টা করেছি।

Latest article