কাশ্মীর : গদ্দারকে পাল্টা কল্যাণের

Must read

সংবাদদাতা, হুগলি : গদ্দার অধিকারীর কথাই তার কাছে ফিরছে বুমেরাং হয়ে। গদ্দার বলেছেন, কাশ্মীরে কেউ যাবেন না। এই কথা একমাত্র বলতে পারে পাকিস্তান। এবার তার কথা ধরেই তাকে একহাত নিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan baneerjee)।
সাংসদের কথায়, গত পাঁচ-সাতদিনে ওড়িশাতে দুশো জন বাঙালিকে বাংলাদেশি বলে আটকে রেখেছে। আপনি কোনও কাজে ওড়িশায় গেছেন বা দিল্লি গেছেন, বিহার গেছেন, উত্তরপ্রদেশ গেছেন, আপনি জানেন না আপনি ফিরতে পারবেন কি না। বাংলায় কথা বললেই বলছে বাংলাদেশি। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা গতকাল বলেছে বাংলায় যে কথা বলবে সে বাংলাদেশি। এই হচ্ছে বিজেপি।

আরও পড়ুন-গ্রামের রামমন্দিরে প্রবেশ নিষেধ দলিতদের, অধিকার নেই পুজো করার, প্রসাদ পাওয়ারও

সাংসদ (Kalyan baneerjee) জানান, আমরা পদক্ষেপ নিচ্ছি। বিজেপি কোন রাজ্যে কী করতে পারে সেটাও আমরা দেখব। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা শুরু হয়েছে। বাঙালির উপর অত্যাচার আমরা মানব না। বিজেপি ভাবছে উত্তরপ্রদেশ আর বিহারের কিছু লোক নিয়ে পশ্চিমবঙ্গ চালাবে, সেটা হতে দেব না।
তাঁর অভিযোগ, কথায় কথায় হিন্দু আর মুসলিমের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা বলছি আমরা এটা হতে দেব না। যাঁরা সব ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে চলে তারাই হল আসল হিন্দু।
বিজেপির স্বপ্ন হচ্ছে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগিয়ে দাও আর মৃতদেহের উপর দিয়ে রক্তের উপর দিয়ে হেঁটে হেঁটে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে।

Latest article