স্বাধীন ভারতের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি তবে নরেন্দ্র মোদির বিজেপি সরকারের জমানায় সেই উদাহরণ স্পষ্ট। গণতান্ত্রিক দেশের মানুষের বহু অধিকার আগেই সংবিধানকে অগ্রাহ্য করে কেড়ে নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। এবার কেড়ে নেওয়ার চেষ্টা হল এক মুখ্যমন্ত্রীর সামান্য শহিদ শ্রদ্ধা জানানোর অধিকারও। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার (Omar Abdulla) সঙ্গে নজিরবিহীন ধস্তাধস্তির ঘটনায় প্রবল ক্ষোভ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-৬ দিন পর যমুনা থেকে উদ্ধার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর দেহ
শহিদ দিবসের দিন গৃহবন্দি করে রাখার পরে সোমবার শহিদ বেদীতে শ্রদ্ধা জানানোর সময় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দিয়ে আটকানোর চেষ্টা হল জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে। ঘটনার প্রতিবাদ জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, শহিদদের কবরস্থানে যাওয়ার মধ্যে কোন ভুল রয়েছে?
আরও পড়ুন-এবার কি জগন্নাথ ধাম কপিরাইট! পুরীর গজপতি মহারাজের পাল্টা ইসকন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, “একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে শহিদদের কবরস্থানে যেতে বাধা দেওয়া শুধু দুর্ভাগ্যজনকই নয়, এটা এক নাগরিকের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার নামান্তর। আজকের ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক ও অগ্রহণযোগ্য। একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে এরকম ব্যবহার গণতন্ত্রের পরিপন্থী।”