“সবুজ বাঁচাও, সবুজ দেখাও” মুখ্যমন্ত্রীর লেখা ও সুরের গানের মাধ্যমে শুভেচ্ছাবার্তা

এর আগে বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান উপলক্ষ্যে গান লিখে, সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজেও গেয়েছেন দুর্গাপুজোর গান।

Must read

বনমোহৎসব উপলক্ষ্যে ইতিমধ্যেই শুভেচ্ছাবার্তা দিয়েছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। এবার বনসৃজন ও পরিবেশরক্ষার সচেতনায় গান লিখলেন তিনি। সোমবার, নিজের এক্স হ্যান্ডেলে নিজের লেখা ও সুর দেওয়া রূপঙ্কর বাগচী গাওয়া গান পোস্ট করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-শহিদদের শ্রদ্ধা জানাতে ওমর আবদুল্লাকে বাধা, কাশ্মীর পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়

এর আগে বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান উপলক্ষ্যে গান লিখে, সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজেও গেয়েছেন দুর্গাপুজোর গান। এবার বনমোহৎসব উপলক্ষ্যে গান লিখলেন ও সুর দিলেন তিনি। মমতার কথায় ও সুরে গানটি গেয়েছেন রূপঙ্কর। গানের কথা, “সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে, বিবেক জাগাও।সবুজ ধ্বংস করো না, সৃষ্টিকে উপড়ে দিও না। ওরা তো বাঁচতে চায়, ওরাও তো হাসতে চায়। ওদের মুখে হাসি ফোটাও, নতুন যুগের আহ্বানে, নব প্রজন্মের প্রাণের টানে, নতুন চলেছে নতুনের সন্ধানে…”

আরও পড়ুন-৬ দিন পর যমুনা থেকে উদ্ধার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর দেহ

গানের ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ”সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে, বিবেক জাগাও, সকলকে জানাই বনমহোৎসবের আন্তরিক শুভেচ্ছা।” এর আগেও বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান উপলক্ষ্যে গান লিখেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেও গান লিখেন তিনি। সেই গান বাজানো হয় মন্দির উদ্বোধনের দিন ও রথযাত্রায়। এবার গাছ লাগানো ও পরিবেশ বাঁচানোর উপযোগিতা নিয়ে গান রচনা মুখ্যমন্ত্রী।

Latest article