সোমবার নবান্নে (Nabanna) ক্যাবিনেট বৈঠক ছিল। সেই বৈঠকের পরই এদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। দ্রুত তাঁর প্রাথমিক চিকিৎসা শুরু করেন নবান্নর ডাক্তাররা। আপাতত সেখানেই চিকিৎসার পর তাঁকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে সকাল থেকে মাথা ঘোরার সমস্যা হচ্ছিল তাঁর। মনে করা হচ্ছে রক্তচাপের ওঠা-নামার ফলেই এমন ঘটেছে। এরপর প্রেশার ফল করায় তিনি অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুন-সুন্দরবনের লোকালয়ে বাঘের উপদ্রব ঠেকাতে নয়া উদ্যোগ ব্যাঘ্র প্রকল্প ও বন দফতরের
২০২২ সালে অগস্ট মাস থেকে মৎস্য দফতরের দায়িত্বভার গ্রহণ করেছেন বিপ্লব রায় চৌধুরী তবে তিনি নিজে ব্যক্তিগত জীবনে নিরামিষভোজী। ৩০ বছর ধরে মাছ খান না রাজ্যের মৎস্য মন্ত্রী। খান না পেঁয়াজ-রসুনও। রাজ্য সরকারের তরফে সরপুঁটি, রায়খোর, ট্যাংরা, মৌরলা,দেশী শিঙি, দেশী মাগুরের মত বিলুপ্তপ্রায় ৩৩ টি প্রজাতির মাছ সংরক্ষনে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী কিছুদিন আগেই জানিয়েছিলেন বিধানসভায়। এমনকি ২০২৪-২৫ অর্থ বছরে পরিবেশ দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্যের ছয়টি জেলায়, সরকারি ও রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের অধীন জলাশয়ে, মাছের অভয় অরন্য তৈরি করা হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।