প্রতিবেদন : উচ্ছেদ নয়, চাই জল-আলো। বন্ধ করতে হবে বাঙালিদের হয়রানি। এই দাবিকে সামনে রেখেই দিল্লিতে আন্দোলনে নামল তৃণমূল। বিজেপি সরকারের হেনস্থার শিকার দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনির বাংলাভাষীদের পক্ষে সরব হয়ে এবার একদিনের প্রতীকী ধরনা শুরু করল তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার তৃণমূলের ৪ সাংসদ— দোলা সেন, সুখেন্দুশেখর রায়, সাগরিকা ঘোষ ও সাকেত গোখেল ধরনায় বসেছেন। সোমবার বিকেল ৩টে থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত চলবে এই অবস্থান বিক্ষোভ।
আরও পড়ুন-বাণিজ্য-বান্ধব বাংলা দিয়েছেন মুখ্যমন্ত্রী গ্রামীণ শিল্পকে তুলে আনুন, বার্তা শশীর
বাংলা বিরোধী বিজেপি রাজধানী দিল্লিতে বসন্ত কুঞ্জের জয়হিন্দ কলোনির বাঙালিদের ন্যূনতম নাগরিক পরিষেবা বন্ধ করে দিয়েছে কয়েকদিন আগেই। বাঙালি বাসিন্দাদের কার্যত ‘শায়েস্তা’ করতে রেখা শর্মার প্রশাসন বন্ধ করেছে জল-বিদ্যুৎ। উচ্ছেদের হুমকিও দেওয়া হয়। এই পরিস্থিতি রবিবার বাঙালি পরিবারগুলির সঙ্গে দেখা করে তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল। সরেজমিনে তদন্ত চালান তাঁরা। জয় হিন্দ কলোনির বাঙালিদের সমর্থনে সোমবারই ধরনায় বসেন তৃণমূল সাংসদরা। অবিলম্বে জল, বিদ্যুৎ -সহ সমস্ত পরিষেবা চালু করার জন্য সরব হন তাঁরা। তৃণমূলের এই ধরনামঞ্চের সামনে জয়হিন্দ কলোনির মহিলাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নজর কাড়ার মতো।