কার্শিয়াঙে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডাওহিল ক্যাম্পাসে নয়া কোর্স, ৭ অধ্যাপক পদের অনুমোদন

Must read

উচ্চশিক্ষায় উত্তরবঙ্গের ভূমিকা জোরদার করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। দার্জিলিং জেলার কাশিয়াঙে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University Kurseong campus) ডাওহিল ক্যাম্পাসে চালু হতে চলেছে নতুন কোর্স—“ইন্টার ডিসিপ্লিনারি ইন্টিগ্রেটেড মাস্টার্স প্রোগ্রাম ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন”।

সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই নতুন কোর্স চালুর পাশাপাশি সাতটি অধ্যাপক পদের অনুমোদন দেওয়া হয়েছে। ওই কোর্স পড়ানোর জন্য নিয়োগ হবে বিশেষজ্ঞ অধ্যাপক, যা উত্তরবঙ্গের পড়ুয়াদের জন্য উচ্চশিক্ষার এক নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছে শিক্ষা দফতর।

আরও পড়ুন-বার্ধক্য, বিধবা-মান্য পেনশন অনুমোদনের দায়িত্ব এবার কলকাতা পুরসভার কমিশনারের হাতে

প্রশাসনের মতে, এই সিদ্ধান্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University Kurseong campus) ডাওহিল ক্যাম্পাসকে একাডেমিক ও প্রশাসনিক গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। পাশাপাশি, পাহাড়ি অঞ্চলে উন্নত উচ্চশিক্ষা পৌঁছে দেওয়ার দিকেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সম্প্রতি উত্তরবঙ্গের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলিতে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি একাধিক নতুন কোর্স চালুর পরিকল্পনা নিয়েছে রাজ্য। কাশিয়াঙের এই সিদ্ধান্ত সেই দীর্ঘমেয়াদি শিক্ষানীতি রূপায়ণেরই অংশ।

Latest article