প্রতিবেদন: মর্মান্তিক! গাড়ি উল্টানোর রোমহর্ষক দৃশ্যের শুট করতে গিয়ে আর বেঁচে ফেরা হল না স্টান্টম্যানের (Tamil Nadu Stuntman)। দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় স্টান্টম্যান এস এম রাজু ওরফে মোহনরাজ। পা রঞ্জিতের পরিচালনায় তামিল তারকা আর্যর ‘ভেট্টুভম, ছবির দৃশ্যগ্রহণের সময়ই রবিবার রাজুর জীবনে ঘনিয়ে আসে অন্তিম মুহূর্ত। অত্যন্ত ঝুঁকিবহুল শুটিং। প্রাণ হাতে নিয়েই ক্যামেরার সামনে গাড়ি নিয়ে উপস্থিত হয়েছিলেন তিনি। তুঙ্গে তুলেছিলেন গাড়ির গতি। তারপরের দৃশ্য, শূন্যে উঠে ডিগবাজি। কিন্তু স্টান্ট দিতে গিয়েই ছন্দপতন। নিয়ন্ত্রণ হারিয়ে র্যা ম্প থেকে বেরিয়ে উলটে যায় এসইউভি। কিছুটা শূন্যে উঠে সজোরে আছড়ে পড়ে মাটিতে। দ্রুত তাঁকে গাড়ি থেকে বের করা হলেও শেষরক্ষা হয়নি। প্রায় সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তাঁর। একের পর এক তামিল ছবিতে বছরের পর বছর ধরে দুঃসাহসিক স্টান্ট (Tamil Nadu Stuntman) দেখিয়েছেন রাজু। তারজন্যই সুপার-ডুপার হিটের তকমা জুটেছিল বহু দক্ষিণী ছবির। কিন্তু সেই রাজুর জীবনদীপ এভাবে আচমকাই নিভে যাওয়ায় শোকস্তব্ধ বিনোদন জগৎ।