টেক্সাসে বাঁধভাঙা বৃষ্টির পর এবার নিউইয়র্ক (new york) সিটি এবং উত্তর নিউ জার্সিতে বন্যা পরিস্থিতি। ভয়াবহ অবস্থা। রাজ্যে জারি হয়েছে জরুরি অবস্থা। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বারবার মাইকিং করা হচ্ছে। সোমবার রাতে উত্তর-পূর্ব এবং মধ্য-আটলান্টিকের বেশ কিছু এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। এর পরেই গভর্নর ফিল মারফি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করে জানিয়েছেন, রাজ্যের একাধিক এলাকায় আকস্মিক বন্যা এবং ভারী বৃষ্টি হচ্ছে। দয়া করে সকলে ঘরে থাকুন এবং ভ্রমণ এড়িয়ে চলুন। নিরাপদে থাকুন।
আরও পড়ুন- বাংলাদেশে আটক কাকদ্বীপের ৩৪ জন মৎস্যজীবী
ম্যানহাটনের চেলসি এলাকায় সোমবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ রেকর্ড বৃষ্টি হয়েছে। প্রশাসন বন্যাপ্রবণ এলাকাগুলির উপর নজর রেখেছে। একইসঙ্গে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে বাসিন্দাদের সতর্ক থাকাতে বলা হয়েছে। দিন কয়েক আগে টেক্সাসে বানভাসি পরিস্থিতির জেরে প্রায় দেড়শ জনের মৃত্যু হয়েছিল।